ইরানি স্নাতক নন

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি গতকাল বৃহস্পতিবার তাঁর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। হলফনামায় ইরানি উল্লেখ করেছেন, তিনি স্নাতক নন। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এবারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ইরানি উত্তর প্রদেশের অমেথি আসন থেকে লড়ছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।

ইরানি এই প্রথম তাঁর হলফনামায় স্পষ্ট করেছেন যে তিনি তিন বছরের ডিগ্রি কোর্স শেষ করেননি। আগে ইরানি তাঁর শিক্ষাসংক্রান্ত এই তথ্য দেননি।

সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার ঘরে ইরানি উল্লেখ করেছেন, তিনি ১৯৯৪ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওপেন লার্নিংয়ের ব্যাচেলর অব কমার্স কোর্সে ভর্তি হয়েছিলেন। বন্ধনীর ভেতরে লিখেছেন, তিন বছরের ডিগ্রি কোর্স শেষ করেননি।

২০১৭ সালে রাজ্যসভায় একই হলফনামা দেন ইরানি। তিনি রাজ্যসভার একজন সদস্য।

তবে ২০১৪ সালের নির্বাচনের হলফনামায় ইরানি তাঁর স্নাতক পর্যায়ের শিক্ষা শেষ না করার কথা উল্লেখ করেননি।

এবারের হলফনামা অনুযায়ী, ইরানি ১৯৯১ সালে মাধ্যমিক পরীক্ষায় ও ১৯৯৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেন।

২০০৪ সালে ইরানি দিল্লির চাঁদনি চক আসন থেকে ভোটে দাঁড়ান। এ সময় তাঁর দাখিল করা হলফনামায় উল্লেখ করেন, বিএ, ১৯৯৬, দিল্লি বিশ্ববিদ্যালয়।

ইরানি তাঁর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সাংঘর্ষিক তথ্য দিয়ে আসছেন বলে অভিযোগ কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলোর। বিষয়টি আদালতেও গড়িয়েছিল।

এবারের হলফনামায় ইরানি তাঁর ৪ কোটি ৭১ লাখ রুপির সম্পত্তি থাকার কথা জানিয়েছেন।