৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা জারি

(ফাইল ফটো) ভূমিকম্পের ফলে সৃষ্ট ফাটলে দেখছেন স্থানীয় লোকজন। ছবি: রয়টার্স
(ফাইল ফটো) ভূমিকম্পের ফলে সৃষ্ট ফাটলে দেখছেন স্থানীয় লোকজন। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের বৈশ্বিক জরিপ বিভাগ (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

ইউএসজিএস থেকে বলা হয়েছে, শক্তিশালী ভূমিকম্পটি দেশটির উপকূলবর্তী সুলাওয়েসি দ্বীপের পূর্বাংশে আঘাত হেনেছে। এর আগে গত বছর ওই দ্বীপে শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প ও সুনামির আঘাতে ৪ হাজার ৩০০-র বেশি মানুষ মারা যান।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব সংস্থা দেশটির উপকূলীয় মোরোয়ালি জেলায় সুনামি সতর্কতা জারি করেছে। এ ছাড়া ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে দুর্বল নির্মাণ কাঠামোর জন্য সেখানে উল্লেখযোগ্য ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে ইউএসজিএস থেকে সতর্ক করে হয়েছে।

ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়া বিশ্বের মধ্যে অন্যতম দুর্যোগপ্রবণ এলাকা। একাধিক দ্বীপ নিয়ে গঠিত দেশটিতে শতাধিক আগ্নেয়গিরি রয়েছে। গত বছর দেশটির জাভা ও সুমাত্রার মধ্যবর্তী সুন্দা স্ট্রেট উপকূলে অগ্ন্যুৎপাতে কমপক্ষে ৪০০ মানুষের প্রাণহানি ঘটেছিল।