জীবন দিয়ে আগুন থেকে ৩০ জনকে বাঁচাল কুকুর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতের উত্তর প্রদেশে বান্ডা এলাকায় একটি ভবনে গতকাল আগুন লাগার পর ৩০ জনের প্রাণ বাঁচিয়েছে একটি কুকুর। আগুন লাগার পর ক্রমাগত ঘেউ ঘেউ করে মানুষকে সচেতন করেছে কুকুরটি। তবে এ ঘটনার পর সে বাঁচতে পারেনি। সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছে কুকুরটি। গতকাল ঘটে যাওয়া এ ঘটনা কাল থেকেই জানাজানি হতে শুরু করে।

ভারতের টাইমস নাউ অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, যে ভবনটিতে আগুন লেগেছিল, সেখানে ৩০ জনের মতো মানুষ থাকেন। শুধু কুকরটির ক্রমাগত ঘেউ ঘেউ করার কারণে তারা আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে ভবন থেকে দ্রুত বেরোতে পারেন।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, আগুন দেখেই কুকুরটি ক্রমাগত চিৎকার করতে শুরু করে। এতে সবাই দ্রুত সচেতন হয়ে নিরাপদে বেরোতে পারেন। পরে সিলিন্ডার বিস্ফোরণে কুকুরটি মারা যায়।

কুকুরকে মানুষের সবচেয়ে কাছের বিশ্বস্ত প্রাণী হিসেবে বিবেচনা করা হয়। এর আগে ভুবনেশ্বরে মালিকের জীবন বাঁচাতে নিজের জীবন বাজি রাখতেও দেখা যায় আরেকটি কুকুরকে। টাইসন নামের একটি ডালমেশিয়ান কুকুর মালিক ও তাঁর পরিবারকে একটি গোখরো সাপ থেকে বাঁচাতে প্রাণপণ লড়াই করে। পরে মালিকের পরিবারকে রক্ষা করতে পারলেও কুকুরটি মারা যায়।