নটর ডেম গির্জা আবার গড়া হবে: মাখোঁ

প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ছবি: এএফপি
প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ছবি: এএফপি

ফ্রান্সের রাজধানী প্যারিসের পুড়ে যাওয়া বিখ্যাত নটর ডেম গির্জা পুনর্নির্মাণের অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

নটর ডেম গির্জায় গতকাল সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গির্জার সুউচ্চ চূড়াসহ ছাদ ধসে পড়েছে।

দ্বাদশ শতাব্দীর অনন্য নির্মাণশৈলীর গির্জাটি দেখতে প্রতিবছর লাখো পর্যটক প্যারিসে ভিড় করেন। গতকালের আগুনে পুড়ে মধ্যযুগের গির্জাটির মারাত্মক ক্ষতি হয়েছে।

নটর ডেম গির্জা পুড়ে যাওয়ায় ঘটনায় ফরাসি প্রেসিডেন্ট গভীর দুঃখ প্রকাশ করেছেন। মাখোঁ বলেছেন, এই ঘটনায় তিনি দুঃখভারাক্রান্ত। ভয়াবহ এই ক্ষতি এড়ানো যেত বলে মনে করেন মাখোঁ।

নটর ডেম গির্জাটিকে ফরাসি জাতির ‘আত্মা’ হিসেবে বর্ণনা করা হয়। গির্জাটি পুড়ে যাওয়ায় পুরো ফ্রান্স মর্মাহত।

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, গির্জার টাওয়ারের ওপরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনে একপর্যায়ে গির্জার সুউচ্চ চূড়া ধসে পড়ে।

ফায়ার সার্ভিসের প্রায় ৪০০ জন সদস্য রাতে গির্জার আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

আজ ভোরের দিকে ফায়ার সার্ভিস ঘোষণা দেয়, গির্জার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

গির্জায় আগুন লাগার প্রায় নয় ঘণ্টা পর তা নিয়ন্ত্রণের ঘোষণাটি আসে।

প্যারিস ফায়ার ব্রিগেডের প্রধান জ্যাঁ ক্লদ গ্যালে বলেছেন, ‘আমরা ধরে নিতে পারি যে গির্জার প্রধান কাঠামো রক্ষা পেয়েছে। দুটি টাওয়ারও টিকে গেছে।

গির্জায় আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।