নটর ডেম ক্যাথেড্রালে আগুন

>

ফ্রান্সের রাজধানী প্যারিসের বিশ্বখ্যাত নটর ডেম ক্যাথেড্রালে আগুন লেগে এর সুউচ্চ চূড়াসহ ছাদ ধসে পড়েছে। শেষ খবর পর্যন্ত এখনো ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস। কর্মকর্তারা জানিয়েছেন, ৮৫০ বছরের এই স্থাপনার ছাদ ভেঙে পড়লেও প্রধান কাঠামো এখনো ঠিক আছে। আগুন লাগার ঘটনা জানার পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, ‘এই ঘটনায় আমি দুঃখ ভারাক্রান্ত। আমাদের সবার যেন একটা অংশ জ্বলছে।’

১ / ৯
জ্বলছে নটর ডেম ক্যাথেড্রাল। ছবি: রয়টার্স
জ্বলছে নটর ডেম ক্যাথেড্রাল। ছবি: রয়টার্স
২ / ৯
ক্যাথেড্রালের অভ্যন্তরেও জ্বলতে দেখা যায়। ছবি: রয়টার্স
ক্যাথেড্রালের অভ্যন্তরেও জ্বলতে দেখা যায়। ছবি: রয়টার্স
৩ / ৯
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: রয়টার্স
আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: রয়টার্স
৪ / ৯
আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বহুদূরে থেকে দেখা যায়। ছবি: রয়টার্স
আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বহুদূরে থেকে দেখা যায়। ছবি: রয়টার্স
৫ / ৯
স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে ক্যাথেড্রালে আগুন লাগে। বেশির ভাগ আগুনই ছড়িয়ে পড়ে ক্যাথেড্রালটির ছাদ ও সুউচ্চ চূড়ার দিকে।
স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে ক্যাথেড্রালে আগুন লাগে। বেশির ভাগ আগুনই ছড়িয়ে পড়ে ক্যাথেড্রালটির ছাদ ও সুউচ্চ চূড়ার দিকে।
৬ / ৯
নটর ডেমে ক্যাথেড্রালের একজন মুখপাত্র আন্দ্রে ফিনেট জানিয়েছেন, ক্যাথেড্রালের ওপরের অংশের যার কিছুটা তেরো শতক এবং আরেকটি অংশ উনিশ শতকে তৈরি। তা পুরোটাই ভস্মীভূত। ছবি: রয়টার্স
নটর ডেমে ক্যাথেড্রালের একজন মুখপাত্র আন্দ্রে ফিনেট জানিয়েছেন, ক্যাথেড্রালের ওপরের অংশের যার কিছুটা তেরো শতক এবং আরেকটি অংশ উনিশ শতকে তৈরি। তা পুরোটাই ভস্মীভূত। ছবি: রয়টার্স
৭ / ৯
আগুন লাগার পর ঘটনাস্থলে বেদনাপ্লুত এক নারী। ছবি: রয়টার্স
আগুন লাগার পর ঘটনাস্থলে বেদনাপ্লুত এক নারী। ছবি: রয়টার্স
৮ / ৯
আগুন লাগার ঘটনা জানার পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ঘটনাস্থলের কাছে যান। ছবি: রয়টার্স
আগুন লাগার ঘটনা জানার পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ঘটনাস্থলের কাছে যান। ছবি: রয়টার্স
৯ / ৯
দূর থেকে দেখা যাচ্ছে ধোঁয়া। ছবি: রয়টার্স
দূর থেকে দেখা যাচ্ছে ধোঁয়া। ছবি: রয়টার্স