স্বামী কংগ্রেসে, স্ত্রী সমাজবাদী পার্টিতে

সমাজবাদী পার্টিতে যোগ দিলেন পুনম সিনহা (ডানে)। ছবি: টুইটার থেকে নেওয়া
সমাজবাদী পার্টিতে যোগ দিলেন পুনম সিনহা (ডানে)। ছবি: টুইটার থেকে নেওয়া

কিছুদিন আগেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। এবার রাজনীতিতে এলেন তাঁর স্ত্রী পুনম সিনহাও। তবে স্বামীর দলে নয়, আজ মঙ্গলবার সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন তিনি। শুধু যোগ দেওয়াই নয়, চলমান লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের লক্ষ্ণৌ থেকে প্রতিদ্বন্দ্বিতাও করবেন পুনম।

পুনম সিনহাকে দলে বরণ করে নিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার দুই দিন আগে পুনমকে নিজেদের প্রার্থী করল দলটি। দলের জ্যেষ্ঠ নেতা রবিদাস মেহরোত্রা পুনমের নির্বাচনে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন, ‘তিনি (পুনম) লক্ষ্ণৌ থেকে আমাদের প্রার্থী হবেন।’

তবে পুনম সিনহাকে মনোনয়ন দিলেও এই আসনে বিজেপিকে হারানো কঠিনই হবে বাকি দলগুলোর জন্য। সেই ১৯৯১ সাল থেকেই লক্ষ্ণৌ নিজেদের দখলে রেখেছে বিজেপি। ১৯৯১ থেকে ২০০৯ পর্যন্ত লক্ষ্ণৌ থেকে টানা নির্বাচিত হয়েছেন অটল বিহারি বাজপেয়ি। এরপর গত নির্বাচনে এই আসন থেকে জেতেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

পুনম সিনহা দলে যোগ দেওয়ার পর অখিলেশ যাদব বলেছেন, ‘ডিম্পলই তাঁকে (পুনম) দলে যোগ দেওয়ার ব্যাপারে প্রভাবিত করেছেন। আমরা আশা করছি তিনি দলের রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবেন।’

এই আসন থেকে যে একপ্রকার জুয়া খেলতে চলেছে সমাজবাদী পার্টি, সেটি কিছুদিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন দলটির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেছিলেন, ‘লক্ষ্ণৌতে আমি ঝুঁকি নিতে চাই। প্রশ্ন হচ্ছে, ঝুঁকিটি কাজে লাগবে কি না।’

৬৯ বছর বয়সী সাবেক অভিনেত্রী পুনম সিনহা এবারই প্রথম রাজনীতিতে নাম লেখালেন। প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই কঠিন পরীক্ষার সামনে পড়তে চলেছেন তিনি। ২০১৪ সালের নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী রিতা বহুগানা যোশির চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন রাজনাথ সিং।