পর্তুগালে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯

সড়কের পাশে উল্টে পড়ে আছে দুর্ঘটনাকবলিত বাস। ছবি: রয়টার্স
সড়কের পাশে উল্টে পড়ে আছে দুর্ঘটনাকবলিত বাস। ছবি: রয়টার্স

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৯ ব্যক্তি নিহত হয়েছেন। আহত ২৭ জন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গতকাল বুধবার পর্তুগিজ দ্বীপ ম্যাদেইরায় এই দুর্ঘটনা ঘটে। দ্বীপটি পর্যটনের জন্য জনপ্রিয়।

দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের বেশির ভাগই জার্মান পর্যটক।

পর্যটকবাহী বাসটিতে ৫৫ জন যাত্রী ছিলেন। এ ছাড়া একজন ট্যুর গাইডও ছিলেন। সংকীর্ণ ঢালু সড়কে মোড় নেওয়ার সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় উপকূলীয় শহর কানিকোর আবাসিক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, বাসটি সরু একটি সড়কের পাশে উল্টে পড়ে আছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা রয়েছেন।

স্থানীয় মেয়র ফিলিপ সোসা বলেন, ‘কী ঘটেছে, তা বর্ণনা করার মতো ভাষা আমার নেই। এই মর্মবেদনা সহ্য করার মতো নয়।’

মেয়র জানান, বাসটিতে যে পর্যটকেরা ছিলেন, তাঁরা সবাই জার্মানির নাগরিক। এই দুর্ঘটনায় পথচারীরাও আঘাত পেয়েছেন।

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনায় হতাহত হওয়া ব্যক্তিদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মতো।

দুর্ঘটনায় আহত ২৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে একজন মারা যান।

আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অস্ত্রোপচার হয়েছে। ২৩ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার কর্তৃপক্ষ তিন দিনের শোক ঘোষণা করেছে। এ ছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করবে কর্তৃপক্ষ।