কলম্বোতে ৮৭টি বোমা ডেটোনেটর উদ্ধার

হামলার শিকার একটি গির্জায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি। কলম্বো, শ্রীলঙ্কা, ২২ এপ্রিল। ছবি: এএফপি
হামলার শিকার একটি গির্জায় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি। কলম্বো, শ্রীলঙ্কা, ২২ এপ্রিল। ছবি: এএফপি

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বাসস্টেশনে ৮৭টি ডেটোনেটর (বোমার যে অংশটি প্রথমে বিস্ফোরিত হয়ে মূল বোমাকে বিস্ফোরিত করে) পেয়েছে পুলিশ। এক বিবৃতি ওই বিস্ফোরক পাওয়ার কথা জানিয়েছে তারা।

পুলিশের বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, কলম্বোর বাস্তিয়ান মাওয়াথা বাসস্টেশনের কাছে পুলিশ ওই ডেটোনেটরগুলো খুঁজে পেয়েছে। ১২টি ডেটোনেটর ছড়িয়ে ছিটিয়ে ছিল। অন্যগুলো কাছাকাছি একটি ময়লা ফেলার জায়গায় পাওয়া যায়।

গতকাল রোববার শ্রীলঙ্কায় একের পর এক ভয়াবহ বোমা হামলার ঘটনায় ২৯০ জন নিহত হওয়া খবর পাওয়া গেছে। এ ছাড়া ওই ঘটনায় ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

এর পর থেকে সারা দেশে নিরাপত্তা বাহিনী অনুসন্ধানে নেমেছে। ওই অনুসন্ধানের অংশ হিসেবে বোমা ডেটোনেটরগুলোর সন্ধান পাওয়া যায়।