শ্রীলঙ্কায় ডেনিশ ধনকুবেরের তিন সন্তান নিহত

ডেনিশ ধনকুবের আন্দ্রেস হলেস ফাওলসেন ও তাঁর স্ত্রী। ছবি: রয়টার্স
ডেনিশ ধনকুবের আন্দ্রেস হলেস ফাওলসেন ও তাঁর স্ত্রী। ছবি: রয়টার্স

শ্রীলঙ্কায় হওয়া ভয়াবহ বোমা হামলায় নিহত ২৯০ জনের মধ্যে ৩৬ জন বিদেশি। এর মধ্যে ডেনমার্কের একজন ধনকুবেরের তিন সন্তানও আছেন। ডেনমার্কের ওই ধনকুবেরের নাম আন্দ্রেস হলেস ফাওলসেন।

ফোর্বসের এক প্রতিবেদনে জানানো হয়, ফাওলসেনের কোম্পানির মুখপাত্র জেসপার স্টুবেকার সন্তান হারানোর খবর নিশ্চিত করেছেন। তবে ফাওলসেনের পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার কথা বলে ওই বিষয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়, ফাওলসেন ও তাঁর পরিবার ছুটি কাটাতে শ্রীলঙ্কায় গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁরা বোমা হামলার শিকার পাঁচ তারকা শাংগ্রি লা হোটেলে ছিলেন। ৪৯ বছর বয়সী ফাওলসেন প্রায় ৭৯০ কোটি ডলার সমমূলের সম্পদের মালিক। এ ছাড়া তিনি স্কটল্যান্ডের সব থেকে বেশি জমির মালিক বলেও ধারণা করা হয়। স্কটল্যান্ডের দুই লাখ একর জমির মালিক ফাওলসেন ও তাঁর স্ত্রী। তাঁরা ওই জমিতে বনায়নের পরিকল্পনা নিয়েছেন, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা যায়। ফাওলসেন প্রধানত পোশাকশিল্পের ব্যবসায় জড়িত থাকলেও অন্যান্য ব্যবসায়ও তাঁর বিনিয়োগ রয়েছে।