পশ্চিমবঙ্গে গণতন্ত্রের কবর দিয়েছেন মমতা: অমিত শাহ

আজ সকালে কলকাতার নিউটাউনে এক হোটেলে বক্তব্য দেন অমিত শাহ। ছবি: ভাস্কর মুখার্জি
আজ সকালে কলকাতার নিউটাউনে এক হোটেলে বক্তব্য দেন অমিত শাহ। ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে কবর দিয়েছেন। রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে তাই মমতাকে উৎখাত করতে হবে। সোমবার সকালে কলকাতার নিউটাউনের এক হোটেলে সংবাদ সম্মেলন ও দুপুরে হাওড়ার উলবেড়িয়ায় এক নির্বাচনী জনসভায় এসব মন্তব্য করেন তিনি।

অমিত শাহ বলেন, ‘প্রথম দুই দফার ভোটে বিজেপির পক্ষে জনসমর্থনের ঢেউ উঠেছে। সেই ঢেউ ইঙ্গিত দিচ্ছে, এবার পশ্চিমবঙ্গে বড় পরিবর্তন আসছে। হারার ভয়ে তৃণমূল এখন গোটা রাজ্যে এক ভয়ের আবহাওয়া তৈরি করেছে। তার মোকাবিলা করছে বিজেপি। এবার আর বুথ দখল করার সুযোগ দেওয়া হবে না। পঞ্চায়েত নির্বাচনে দিদি এই বাংলার ৩৭ শতাংশ ভোটারকে ভোট দিতে দেননি। আজ সেই দিদি গণতন্ত্রকে কবর দিয়ে গণতন্ত্রের কথা বলছেন। এবার দিদির এই মিথ্যাচারের জবাব দেবে বাংলার মানুষ।’

মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে অমিত শাহ আরও বলেন, ‘দিদি বিজেপি নেতাদের হেলিকপ্টার আটকেছেন। সারদা এবং রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারিতে বহু টাকা লুটপাট করা হয়েছে। দিদি তাই চাইছেন না সেসব চিটফান্ড মামলার তদন্ত হোক। কিন্তু বিজেপি ফের ক্ষমতায় গেলে চিটফান্ড কেলেঙ্কারি মামলার তদন্ত হবে। অভিযুক্ত ব্যক্তিদের আইনি শাস্তি দেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তিরা কেউ ছাড়া পাবেন না।’

বিজেপি ও নরেন্দ্র মোদিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে অমিত শাহ বলেন, ‘সন্ত্রাসবাদের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। গত ৫ বছরে বিশ্বে ভারতের সুনাম বেড়েছে। আর তা হয়েছে মোদিজির জন্য।’

অনুপ্রবেশকারীদের দেশছাড়া করার ব্যাপারে আরও একবার হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ। তবে উদ্বাস্তু বা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘যে শরণার্থীরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগে ভারতে এসেছেন, সংবিধান সংশোধন বিল আইনে পরিণত করে তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। এরপরই গোটা দেশে জাতীয় নাগরিক পঞ্জি কার্যক্রম বা এনআরসি প্রয়োগ করা হবে।’