ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত পাঁচ

ভূমিকম্পের পর অফিসের নিচে আশ্রয় নিয়েছেন ফিলিপাইনের মাকাতি শহরের কিছু কর্মী। ছবি: রয়টার্স
ভূমিকম্পের পর অফিসের নিচে আশ্রয় নিয়েছেন ফিলিপাইনের মাকাতি শহরের কিছু কর্মী। ছবি: রয়টার্স

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় বিকেল পাঁচটার একটু পরে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.১।

বিবিসির খবরে বলা হয়েছে, এই ভূমিকম্পে একটি বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে দুটি ভবন ধ্বংস হয়েছে বলেও জানানো হয়েছে বিবিসির প্রতিবেদনে।

পাঁচজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেলেও পোরাক শহরের একটি ভবনে বেশ কয়েকজন আটকে আছেন বলে মনে করছে কর্তৃপক্ষ। পামপাঙ্গা প্রদেশের গভর্নর লিলিয়া পিনেন্দা দেশটির এক টেলিভিশন চ্যানেলকে বলেছেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। আমরা জেনারেটরের সাহায্যে ভেতরে আটকে পরা ব্যক্তিদের উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

পিনেন্দা জানিয়েছেন, ভূমিকম্পের পর একটি দোকান থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া লুবাও শহরে আরও দুজনের মৃতদেহ পাওয়া গেছে। এ ছাড়া ২২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।