নিমেষে স্ত্রী-সন্তানের মৃত্যু!

যুক্তরাজ্যের নাগরিক বেন নিকোলসন ও তাঁর পরিবার। ছবি: বিবিসির সৌজন্যে
যুক্তরাজ্যের নাগরিক বেন নিকোলসন ও তাঁর পরিবার। ছবি: বিবিসির সৌজন্যে

স্ত্রী আর দুই ছেলেমেয়েকে নিয়ে সিঙ্গাপুর থেকে ছুটি কাটাতে শ্রীলঙ্কায় গিয়েছিলেন যুক্তরাজ্যের বেন নিকোলসন। সাংগ্রি-লা-হোটেলের একটি টেবিলে বসে নাশতা খাচ্ছিলেন সবাই। বোমা বিস্ফোরণের পর এক নিমেষেই শেষ হয়ে যায় সব।

নিকোলসনের একটাই সান্ত্বনা, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে স্ত্রী ও সন্তানেরা মারা যায়। মৃত্যুর সময় তাদের খুব যন্ত্রণা সইতে হয়নি।

শ্রীলঙ্কায় গত রোববার তিনটি গির্জা, হোটেল ও আরও কয়েকটি জায়গায় একের পর এক বিস্ফোরণ হয়। এতে নিহত হয় ৩১০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৫ জন ব্রিটিশ নাগরিক। তাঁদের মধ্যেই ছিলেন নিকোলসনের পরিবারের সদস্যরা।

নিকোলসন বলেন, তাঁর স্ত্রী অ্যানিটা ছিলেন অ্যাংলো আমেরিকান। ঘুরে বেড়াতে পছন্দ করতেন। তিনি খুবই মেধাবী, কেতাদুরস্ত, স্নেহশীল, অনুপ্রেরণাদাত্রী। তাঁদের ফুটফুটে দুটি সন্তান অ্যালাক্স (১৪) ও অ্যানাবেল (১১) ছিল।

নিকোলসন বলেন, অ্যালেক্স ও অ্যানাবেল ছিল খুবই চমকপ্রদ, বুদ্ধিমান, চিন্তাশীল শিশু। আমরা দুজনেই সন্তানদের জন্য গর্বিত। তিনি কলম্বোর মেডিকেল দলকে চিকিৎসাসেবা দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

শ্রীলঙ্কায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার জেমস ডরিস নিকোলসন ও তাঁর পরিবার নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।