বিদেশি আনার অভিযোগ এবার বিজেপির বিরুদ্ধে

বাংলাদেশি অভিনেতাদের এনে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস কাজে লাগিয়েছিল বলে বিজেপি অভিযোগ করেছিল নির্বাচন কমিশনে। এবার বিজেপির প্রচারেও বিদেশির অংশগ্রহণ নিয়ে পাল্টা অভিযোগ তুলেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস।

গত শুক্রবার কলকাতার যাদবপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী অনুপম হাজরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেই মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সমর্থনে রোড শো করেছেন মার্কিন নাগরিক পালোয়ান (রেসলার) গ্রেট খালি। তৃণমূল কংগ্রেসের নেতা তথা মন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, ‘বিজেপি যে মার্কিন নাগরিককে এনে তাদের যাদবপুরের প্রার্থীর পক্ষে প্রচার করিয়েছে, তা আমরা প্রাথমিকভাবে মুখ্য নির্বাচনী কর্মকর্তার দপ্তরে জানিয়েছি।’ আজ রোববার দিল্লিতে নির্বাচন কমিশনকেও বিষয়টা জানিয়ে প্রতিবাদ করা হয়েছে বলে জানা গেছে।

লোকসভা ভোটের প্রচারে তৃণমূল কংগ্রেস বাংলাদেশি অভিনেতাদের হাজির করায় বিতর্ক হয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ছিল, বাংলাদেশের চলচ্চিত্র তারকা ফেরদৌস এবং টেলিভিশন তারকা গাজী আবদুন নূরকে দিয়ে তারা প্রচার চালাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল দুই অভিনেতাকে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে এসে তৃণমূলের বিরুদ্ধে সেই অভিযোগকে হাতিয়ার করে আক্রমণ করেছিলেন। এবার বিজেপিও একই অভিযোগে অভিযুক্ত হওয়ায় রাজ্যের শাসক দল এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়েছে নির্বাচন কমিশনে। তবে বিজেপির প্রার্থী অনুপম হাজরা বলেছেন, তৃণমূলের প্রচারে বিদেশি নাগরিকদের আনা আর এটা এক বিষয় নয়। বিজেপির নেতাদের মতে, খালি আসলে ভারতীয়। পরে তিনি মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। খালির দ্বৈত নাগরিকত্ব রয়েছে বলেও দাবি করা হয়েছে। আরও বলা হয়েছে, প্রবাসী ভারতীয়দের (এনআরআই) ভোটাধিকার থাকে, তাঁরা হয়তো ভোটে দাঁড়াতে পারেন না। খালির ক্ষেত্রেও তাই। 

অনুপম হাজরা আরও বলেছেন, খালির এ ঘটনা তাঁর নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে না।