পশ্চিমবঙ্গে ২৩ মের পর পদ্ম ফুটবে: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আগামী ২৩ মে ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গের সর্বত্র ফুটবে পদ্ম। এ বাংলার মানুষ এখন পদ্মর দিকে ঝুঁকে আছে। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে।

আজ সোমবার বিকেলে পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে এক নির্বাচনী জনসভায় এসব বলেন মোদি।

মোদি বলেন, পশ্চিমবঙ্গের ৪০ জন বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাঁদের দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। ২৩ মের পর এই রাজ্যের নির্বাচনী চিত্র বদলে যাবে। কারণ, এই রাজ্যের মানুষ আর চায় না চাঁদাবাজ আজ সিন্ডিকেট রাজ। তারা চায় জনগণের সরকার। আর তা দিতে পারবে বিজেপি।

মোদি বলেছেন, ‘এবার মানুষ চুপচাপ পদ্মে ভোট দিয়ে তৃণমূলকে সাফ করতে চাইছে। বাংলার রসগোল্লা আমার কাছে প্রসাদ। বাংলার মাটি আমার কাছে পুণ্য মাটি।’

মোদি আরও বলেছেন, ‘এবারের এই চার দফার নির্বাচন দেখে মমতার ঘুম উড়ে গেছে। দিদি বুঝতে পেরেছেন, মানুষ আর তাঁর দিকে নেই । তাই দিদি ফলাফলের খারাপ সংকেত পেয়ে বিরোধীদের ওপর প্রচণ্ড রেগেছেন। বিরোধীরা তো এখন দায়ী শুরু করতে করেছে ইভিএমকে। প্রতি দফার ভোট হচ্ছে আর পরাজয়ের চিন্তা বাড়ছে দিদির।’

প্রধানমন্ত্রী জোরের সঙ্গে বলেন, মমতাদি এই রাজ্যের মানুষকে ধোঁকা দিয়েছেন। ধোঁকা দিয়েছেন গণতান্ত্রিক মূল্যবোধকে। তাইতো প্রতি দফার ভোট হয়ে যাচ্ছে আর ভয় বাড়ছে দিদির। কাঁপছে বুক। মোদি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আর বাংলার মানুষের সঙ্গে ধোঁকা দেবেন না। গণতন্ত্রের সঙ্গে প্রতারণা করবেন না। দিদি আপনি যতই ভয় দেখান, হিংসার পথ ধরেন, তাতে একদম বিচলিত নয় বিজেপি। বিজেপি এসব হিংসার যথাযথ জবাব দিয়ে এগিয়ে চলেছে। সামনে দিন আসছে বিজেপির। মানুষ আসছে বিজেপিতে।’