সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দিল শ্রীলঙ্কা

সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শ্রীলঙ্কা। আজ মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ বন্ধ হওয়া সব সামাজিক যোগাযোগমাধ্যমগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য খুলে দিয়েছে শ্রীলঙ্কা সরকার।

এর আগে গত ২১ এপ্রিল খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডেতে তিনটি গির্জা ও তিনটি হোটেলে একের পর এক ভয়াবহ বোমা হামলার পর দেশটিতে সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ ঘোষণা করেছিল শ্রীলঙ্কা সরকার। হামলাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের গুজব ছড়িয়ে পড়তে না পারে সে কারণেই সাময়িকভাবে এসব যোগাযোগমাধ্যম বন্ধ করা হয়েছিল বলে জানিয়েছিল দেশটির সরকার।

গৃহযুদ্ধ শেষ হওয়ার পর শ্রীলঙ্কায় চালানো সবচেয়ে বড় এই হামলায় ৪২ জন বিদেশিসহ ২৫৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কার সরকার। যদিও শুরুতে নিহতের সংখ্যা ৩৫৯ জন বলে জানানো হয়েছিল।