জাপানের ঐক্যের প্রতীক হতে চান তিনি

এক রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫৯ বছর বয়সী নারুহিতো সম্রাট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নারুহিতোর বাবা আকিহিতো সদ্য অবসর নিয়েছেন। ছবি: রয়টার্স
এক রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫৯ বছর বয়সী নারুহিতো সম্রাট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নারুহিতোর বাবা আকিহিতো সদ্য অবসর নিয়েছেন। ছবি: রয়টার্স

জাপানের নতুন সম্রাট নারুহিতো বলেছেন, রাষ্ট্র ও ঐক্যের প্রতীক হিসেবে ভূমিকা পালন করবেন তিনি। সম্রাট হিসেবে অভিষেকের পর আজ বুধবার প্রথমবারের মতো জনসমক্ষে ভাষণ দিয়েছেন নারুহিতো। বুধবার থেকেই আনুষ্ঠানিকভাবে তাঁর শাসন শুরু হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার এক রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫৯ বছর বয়সী নারুহিতো সম্রাট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নারুহিতোর বাবা আকিহিতো সদ্য অবসর নিয়েছেন। ৮৫ বছর বয়সী আকিহিতো বার্ধক্য ও স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে সিংহাসন ছাড়েন। গত ২০০ বছরের ইতিহাসে এই প্রথম জাপানের কোনো সম্রাট স্বেচ্ছায় সরে গেলেন।

জাপানের নতুন সম্রাট নারুহিতো ও তাঁর স্ত্রী মাসাকো ওয়াদা। ছবি: এএফপি
জাপানের নতুন সম্রাট নারুহিতো ও তাঁর স্ত্রী মাসাকো ওয়াদা। ছবি: এএফপি

আকিহিতো এখন থেকে ‘এমপেরর ইমেরিটাস’ হিসেবে পরিচিত হবেন। জাপানের সাধারণ মানুষের কাছে আকিহিতো ও তাঁর স্ত্রী মিচিকো বেশ জনপ্রিয়। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের শিকার ও রোগে ভোগা মানুষের সাহায্যে এগিয়ে যেতেন তাঁরা।

সম্রাট হিসেবে দায়িত্ব গ্রহণের দিন নারুহিতো তাঁর বাবা আকিহিতোর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নারুহিতো বলেন, ‘তিনি (আকিহিতো) মানুষের প্রতি গভীর সহানুভূতি প্রদর্শন করেছেন। আমি শপথ নিচ্ছি যে এমপেরর ইমেরিটাস যে পথ দেখিয়ে গিয়েছেন, তা আমি অনুসরণ করব...এবং রাষ্ট্র ও জাপানের মানুষের প্রতীক হিসেবে আমার দায়িত্ব পূরণ করব।’

জাপানের নতুন সম্রাট নারুহিতো ও তাঁর স্ত্রী মাসাকো ওয়াদা। ছবি: এএফপি
জাপানের নতুন সম্রাট নারুহিতো ও তাঁর স্ত্রী মাসাকো ওয়াদা। ছবি: এএফপি

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জাপানে সম্রাটের রাজনৈতিক কোনো প্রভাব না থাকলেও জাতীয় প্রতীক হিসেবে তিনি সম্মানিত হয়ে থাকেন। আদতে গতকাল মঙ্গলবার মধ্যরাতেই সম্রাট হিসেবে অধিষ্ঠিত হয়েছেন নারুহিতো। আজ বুধবার তাঁর ক্ষমতা গ্রহণ আনুষ্ঠানিকতা পেয়েছে।

জাপানের নতুন সম্রাট নারুহিতো ও তাঁর স্ত্রী মাসাকো ওয়াদা আধুনিকতার প্রতীক হিসেবে দেশটিতে পরিচিত। নারুহিতো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। তিনি মনে করেন, পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় রাজকীয় পরিবারের সদস্যদের ভিন্ন ভূমিকা গ্রহণ করা উচিত।