বাগদাদে আইএসের আত্মঘাতী হামলা

বাগদাদে আত্মঘাতী হামলা চালিয়েছে আইএস। ছবি: রয়টার্স
বাগদাদে আত্মঘাতী হামলা চালিয়েছে আইএস। ছবি: রয়টার্স

ইরাকের রাজধানী বাগদাদের উত্তর–পূর্ব সদর শহরের কাছে একটি সুপারমার্কেটে বোমা হামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবারের এ ঘটনায় হতাহত ব্যক্তির সংখ্যা এখনো পরিষ্কার নয়। এ ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

ইরাকি পুলিশের কর্মকর্তা জামাল হামিদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, একটি অভিজাত বিপণিকেন্দ্রের পাশের রাস্তায় একটি মোড়ক পাওয়া যায়। নিয়ন্ত্রণ পদ্ধতিতে এর বিস্ফোরণ ঘটানো হয়। এতে কেউ হতাহত হয়নি।

হামিদ বলেন, এর আগে বাগদাদ অপারেশনস কমান্ডের যুগ্ম সামরিক পুলিশ কর্মকর্তা এ ঘটনায় আত্মঘাতী বোমা হামলা ও এতে কয়েকজনের মৃত্যুর যে খবর দিয়েছিলেন, তা ছিল ভুল।

আগের ওই বিবৃতিতে বলা হয়, এক আত্মঘাতী বোমা হামলাকারী নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়। স্থানীয় সংবাদমাধ্যমে আটজনের মৃত্যুর কথা বলা হয়। বিষয়টি রয়টার্সের পক্ষ থেকে যাচাই করা সম্ভব হয়নি।

আইএস দাবি করে, তাদের এক আত্মঘাতী হামলাকারী সদর শহরে বোমা হামলা চালায়। এতে ৮ জন নিহত ও ১০ জন আহত হয়।

২০১৭ সালে আইএসকে পরাজিত করার দাবি করে ইরাক। এরপর থেকে আইএসের জঙ্গিরা ভিন্ন কৌশলে হামলা চালিয়ে যাচ্ছে।