পশ্চিম ত্রিপুরার আংশিক বুথে পুনর্নির্বাচন চলছে

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ১৬৮টি বুথে আজ ফের ভোট গ্রহণ চলছে। ফাইল ছবি
পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ১৬৮টি বুথে আজ ফের ভোট গ্রহণ চলছে। ফাইল ছবি

কড়া নজরদারির মধ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ১০ শতাংশের বেশি বুথে আজ রোববার পুনর্নির্বাচন হচ্ছে।

আসনটিতে ১১ এপ্রিলের মতো অনিয়ম রুখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) শ্রীরাম তরণীকান্ত।

ত্রিপুরার চার জেলার ২৬টি বিধানসভা কেন্দ্রের অধীনে ১৬৮টি বুথে আজ ভোট গ্রহণ চলছে।

ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল সাতটায়। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রতিটি কেন্দ্রের ভেতরে ও বাইরে আছে ওয়েব কাস্টিংয়ের বন্দোবস্ত। এ ছাড়া প্রতিটি বুথের ভিডিওগ্রাফি করা হচ্ছে।

গত ১১ এপ্রিল পশ্চিম ত্রিপুরার ১৩ লাখ ৪৭ হাজার ৩৮১ জন ভোটারের মধ্যে ৮৩ দশমিক ১৫ শতাংশ ভোট দিয়েছিল। সিপিএম ও কংগ্রেসের অভিযোগ, ভোটের নামে প্রহসন হয়েছে সেদিন। সে অভিযোগ তদন্ত করে ১ মাস ১ দিন পর আজ আসনটির ১০ শতাংশের বেশি বুথে ফের হচ্ছে ভোট। আজকের মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ২৫১ জন, যাঁদের মধ্যে ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছেন।

মূল লড়াই চলছে ক্ষমতাসীন বিজেপি, কংগ্রেস ও সিপিএমের মধ্যে। গতবার রাজ্যের দুটি আসনই ছিল সিপিএমের দখলে। এবারের ভোটের ফল জানা যাবে ২৩ মে।

আজ সকালে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক বলেন, ‘আমাদের দাবি, পুরো আসনেই ফের ভোট নিতে হবে। এ নিয়ে সুপ্রিম কোর্টে আমরা মামলা করছি।’

পুরো আসনে ভোট চেয়ে সিপিএম ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা করেছে। তাঁদের প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত প্রথম আলোকে বলেন, ‘১৬৮টি বুথে ফের ভোট নেওয়ার নির্দেশ দিয়ে কমিশন আমাদের দাবির যৌক্তিকতা স্বীকার করে নিয়েছে।’

কংগ্রেস ও সিপিএমের মামলা নিয়ে বিজেপি কোনো মন্তব্য করতে রাজি নয়। এ প্রসঙ্গে ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা জিষ্ণু দেববর্মা বলেন, ‘ভারত গণতান্ত্রিক দেশ। যে–কেউই সুপ্রিম কোর্টে যেতে পারেন। আমাদের কিছু বলার নেই।’