হুতি স্থাপনায় সৌদি হামলায় নিহত ৯৭

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে প্রায় চার বছর ধরে লড়াই চলছে। রয়টার্স ফাইল ছবি
ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে প্রায় চার বছর ধরে লড়াই চলছে। রয়টার্স ফাইল ছবি

ইয়েমেনের আল-দালিয়ায় হুতি বিদ্রোহীদের শিবিরে হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট–সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের সেনারা। এ ঘটনায় হুতি বাহিনীর ৯৭ জন সদস্য নিহত হয়েছে। ১২০ জনকে আটক করা হয়েছে। সামরিক সূত্রের বরাত দিয়ে সৌদি মালিকানাধীন আল-অ্যারাবিয়া টেলিভিশন আজ বুধবার এ তথ্য জানিয়েছে।

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে প্রায় চার বছর ধরে লড়াই চলছে। সৌদি নেতৃত্বাধীন জোট আবদ-রাব্বু মানসুর হাদি সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। ২০১৪ সালের শেষ দিকে হুতিরা হাদি সরকারকে সানার ক্ষমতা থেকে উৎখাত করে। ২০১৫ সালে আরব উপসাগরীয় দেশগুলোর জোট ইয়েমেনে দুই পক্ষের লড়াইয়ে অংশ নেয়।