যুক্তরাষ্ট্রে কম্পিউটার নেটওয়ার্ক রক্ষায় জরুরি অবস্থা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

বিদেশি প্রতিপক্ষের হাত থেকে দেশের কম্পিউটার নেটওয়ার্ক রক্ষায় যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল বুধবার এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প।

আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ওই নির্বাহী আদেশে দেশের জন্য হুমকি হতে পারে—এমন কোনো বিদেশি টেলিকম সেবা ব্যবহার করতে দেশি কোম্পানিগুলোকে নিষেধ করা হয়। তবে ঠিক কোন দেশের কোম্পানি বা কোন টেলিকম কোম্পানি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি, সেটা উল্লেখ করেননি ট্রাম্প। অনেকেই মনে করছেন, ট্রাম্পের এই নির্বাহী আদেশ মূলত চীনের টেলিকমিউনিকেশন জায়ান্ট হুয়াওয়েকে নিয়েই।

ইতিমধ্যে অনেক দেশই হুয়াওয়ের বিরুদ্ধে চীনের হয়ে নজরদারির অভিযোগ তুলেছে।

বরাবরের মতো হুয়াওয়ে তাদের বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছে।