অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

আর মাত্র এক দিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ৪৬তম জাতীয় সংসদ নির্বাচন। ১৮ মে দিনটি বয়ে নিয়ে আসবে দেশটির আগামী তিন বছর মেয়াদের নতুন সরকার। তবে নির্বাচনের আগে আবারও মোড় ঘুরেছে দেশটির রাজনৈতিক অঙ্গনের। দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টির সমর্থকের পাল্লা ফের ভারী হতে শুরু করেছে।

পর পর দুটি নির্বাচনী ভোটারের মতামতের ফলাফল লিবারেল পার্টির প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনের জন্য দুঃসংবাদ বয়ে নিয়ে এসেছে। নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ভিক্টোরিয়া রাজ্যের দুটি আসনে হঠাৎ জনপ্রিয়তা লোপ পেয়েছে লিবারেল প্রার্থীদের। এর মধ্যে রাজ্যের মেলবোর্ন শহরের ডিকিন নির্বাচনি এলাকার লিবারেল প্রার্থীর জনপ্রিয়তা প্রায় ৬ শতাংশ কমে গিয়েছে।

এ ছাড়া দ্বিতীয় একটি জরিপে ৫৯ শতাংশ ভোটাররাই লেবার প্রধান বিল শর্টেনকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় বলে মতামত দিয়েছে। সব মিলিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে প্রধান দুই দলের মধ্যে জয়ের জন্য তুমুল ভোট-লড়াই চলবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে দেশটির অন্যতম জনপ্রিয় নেতা ও লেবার পার্টির সাবেক প্রধানমন্ত্রী বব হক আজ মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের পরিবেশ দেখা দিয়েছে রাজনৈতিক অঙ্গনে। প্রভাবশালী এই রাজনীতিবিদের মৃত্যু নির্বাচনের ফলাফলের ওপর প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।