পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা যেসব আসনে জয়-পরাজয়ের নির্ণায়ক শক্তি

ভারতীর পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৪২টি আসন। এই ৪২ আসনের মধ্যে ১৫টির ভোটে জয়-পরাজয়ের নির্ণায়ক শক্তি সংখ্যালঘু মুসলিমরা। 

পশ্চিমবঙ্গের এই ১৫টি আসন হল—বহরমপুর, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, উত্তর মালদহ, দক্ষিণ মালদহ, উলবেড়িয়া, রায়গঞ্জ, ডায়মন্ড হারবার, বসিরহাট, বারাসাত, জয়নগর, আসানসোল, মথুরাপুর, যাদবপুর ও উত্তর কলকাতা।

এদিকে রাজ্যের ১৬টি আসনে নির্ণায়ক শক্তি হিসেবে রয়েছে তফসিলি, আদিবাসী ও উপজাতি সম্প্রদায়ের মানুষ। এই আসনগুলো হলো—ঝাড়গ্রাম, পুরুলিয়া, বোলপুর, বাঁকুড়া, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর মালদহ, মথুরাপুর, বনগাঁ, বিষ্ণুপুর, রানাঘাট, বর্ধমান-পূর্ব, আরামবাগ, বীরভূম ও বালুরঘাট।

অন্যদিকে মতুয়া সম্প্রদায় ৫টি আসনের নির্ণায়ক শক্তি। এগুলো হলো—রানাঘাট, বনগাঁ, কৃষ্ণনগর, নবদ্বীপ ও বারাসাত।

আজ রোববার ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট।

আগামী ২৩ মে ভোট গণনা হবে একযোগে। ওই দিনই দেখা যাবে রাজ্যের ৪২ আসনে সংখ্যালঘু মুসলিম, তফসিলি ও আদিবাসী এবং মতুয়ারা কতটা প্রভাব বিস্তার করতে পেরেছে।