বাগদাদিকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার সৌদির

বাগদাদিকে চেনেন না বলে দাবি করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের। ছবি: রয়টার্স।
বাগদাদিকে চেনেন না বলে দাবি করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের। ছবি: রয়টার্স।

জ্যেষ্ঠ এক সৌদি কর্মকর্তা আজ রোববার বিশিষ্ট ফিলিস্তিনি মানবাধিকারকর্মী আইয়াদ আল-বাগদাদিকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে বাগদাদি দাবি করেন, নরওয়ের নিরাপত্তা বাহিনী সৌদি আরবের পক্ষ থেকে হুমকির ব্যাপারে তাঁকে সতর্ক করেছে।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, ‘আইয়াদ আল-বাগদাদি নামের কাউকে আমি চিনি না। তিনি হয়তো কোনো দেশে স্থায়ীভাবে ঘাঁটি গাড়তে এমন অভিযোগ তুলেছেন। কিন্তু আমাদের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, এমন কোনো ব্যক্তির ব্যাপারে কোনো তথ্য আমাদের হাতে নেই।’

২০১১ সালে আরব বসন্তের সময় খ্যাতি লাভ করা বাগদাদি তাঁর লেখায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করেছেন। ২০১৫ সাল থেকে তিনি অসলোতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। তাঁর দাবি, ২৫ এপ্রিল নরওয়ের নিরাপত্তা বাহিনী তাঁকে একটি সুরক্ষিত জায়গায় সরিয়ে নেয়। তারাই বাগদাদিকে হুমকির ব্যাপারে সতর্ক করে।

দুই বছর ধরে বাগদাদি তাঁর কাজের মাধ্যমে সৌদি আরবে মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। গত অক্টোবরে সাংবাদিক জামাল খাসোগি হত্যার পর বিশ্বব্যাপী এ বিষয়টি আলোচিত হচ্ছে।