'লোকসভা নির্বাচন নিখুঁত পরিচালনা করেছে ইসি'

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ছবি: রয়টার্স
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ছবি: রয়টার্স

লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ ‘নিখুঁতভাবে’ পরিচালনা করায় নির্বাচন কমিশনের (ইসি) ভূয়সী প্রশংসা করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি; যদিও প্রধান বিরোধী দল কংগ্রেসসহ অন্য বিরোধী দলগুলো নির্বাচনকে এতটা সুষ্ঠু বলছে না। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

গতকাল সোমবার এনডিটিভির সম্পাদকীয় পরিচালক সোনিয়া সিংয়ের লেখা একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রণব মুখার্জি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘কোনো প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হলে এটা মাথায় রেখেই করতে হয় যে সেটি দেশের সেবায় কাজ করবে। যদি গণতন্ত্র সফল হয়, তাহলে বলতে হয়, এটি হয়েছে সুকুমার সেন থেকে শুরু করে বর্তমান নির্বাচন কমিশনারের যথার্থ নির্বাচনী আচরণের জন্যই। এঁরা সবাই নির্বাহীদের দ্বারা নিযুক্ত হয়েছেন এবং তাঁদের কাজ ভালোভাবে পরিচালনা করেছেন। আপনি তাঁদের সমালোচনা করতে পারবেন না। এটা নির্বাচনের নিখুঁত আচরণ ছিল।’ এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রণব মুখার্জি বলেন, ‘বছরের পর বছর ধরে একেকটি ইনস্টিটিউশন গড়ে ওঠে। আমি বিশ্বাস করি, একজন খারাপ কর্মী ইনস্টিটিউশনের এটা ভালো নয়, ওটা ভালো নয় বলে অভিযোগ করে। একজন ভালো কর্মী জানে, কীভাবে এর সরঞ্জামের পূর্ণ ব্যবহার করা যায়।’

ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। ২০১২ সালের রাষ্ট্রপতি নির্বাচনের আগে তিনি ছিলেন ভারতের অর্থমন্ত্রী ও কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা। এবারের নির্বাচনে সবার আন্তরিক অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, ‘লোকসভা নির্বাচনে প্রায় ৬৭ দশমিক ৩ মানুষ অংশগ্রহণ করেছে, যা দেশের মোট জনসংখ্যার দুই–তৃতীয়াংশেরও বেশি। অনেক বছর পর আমি একজন নাগরিক হিসেবে বুথে গিয়ে আমার ভোট দিয়েছি।’

তবে সাবেক এই কংগ্রেস নেতার সঙ্গে একমত নন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ রাখার কথা থাকলেও বিজেপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছে নির্বাচন কমিশন—এমন অভিযোগ করেছেন রাহুল । গত রোববার লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের পর এক টুইটে রাহুল বলেন, ‘ইলেক্টোরাল বন্ডস থেকে শুরু করে ও ইভিএম থেকে নির্বাচনের সময়সূচি কাজে লাগানো, নমো টিভি, মোদির সেনাবাহিনী এবং এখন কেদারনাথের নাটক; মোদি ও তাঁর গ্যাংয়ের জন্য নির্বাচন কমিশনের কূটনীতি সব ভারতীয়দের কাছে স্পষ্ট।’

কেবল রাহুল নন, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেলেগু দেশম পার্টির সভাপতি চন্দ্রবাবু নাইডুও বিজেপির প্রতি পক্ষপাতমূলক আচরণ দেখানোয় নির্বাচন কমিশনের দিকে অভিযোগের তির ছোড়েন।