বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত এলাকা গ্রিন জোনে রকেট হামলার সমুচিত জবাব দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন। ছবি: রয়টার্স।
ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত এলাকা গ্রিন জোনে রকেট হামলার সমুচিত জবাব দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন। ছবি: রয়টার্স।

ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত এলাকা গ্রিন জোনে গতকাল রোববার রাতে রকেট হামলা চালানো হয়েছে। ইরাকি সেনাবাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রকেটটি মার্কিন দূতাবাসের কাছে গিয়ে পড়লেও এ ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বাগদাদের সরকারি ভবন ও কূটনৈতিক কার্যক্রম পরিচালিত হয় গ্রিন জোনে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক আকস্মিক সফরে বাগদাদে গিয়ে ইরাকি নেতাদের সতর্ক করার দুই সপ্তাহ পরে এই রকেট হামলা চালানো হলো। পম্পেও তাদের হুঁশিয়ার করে বলেন, ইরাক যদি ইরান–সমর্থিত সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বাহিনী নিয়ে সমুচিত জবাব দেবে।

ইরাকের দুই নিরাপত্তা সূত্র জানায়, ইরান–সমর্থিত শিয়া মিলিশিয়ারা মার্কিন বাহিনীর ঘাঁটির কাছে রকেট স্থাপন করছে—এমন তথ্য জানিয়েছিল মার্কিন গোয়েন্দা বিভাগ। এ কথা জানার কিছুদিনের মধ্যে ইরাকে আসেন পম্পেও।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত কেউ এ রকেট হামলায় দায় স্বীকার করেনি।