মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে আমেরিকা

এ মাসেই মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান বহনকারী জাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ছবি: এএফপি
এ মাসেই মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান বহনকারী জাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত দেড় হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সাম্প্রতিক হুমকি মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে—এক বিবৃতিতে এমনটা উল্লেখ করেন আমেরিকার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাটট্রিক শানাহান। ইতিমধ্যে কংগ্রেসকে এ পরিকল্পনার বিষয়ে অবহিত করা হয়েছে বলে ওই বিবৃতিতে বলা হয়। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। 

তবে দেড় হাজার সেনা মোতায়েনকে ‘অপেক্ষাকৃত ছোট’ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার সেনা মোতায়েনের ঘোষণা দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।


সম্প্রতি পারস্য উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারসহ চারটি বাণিজ্যিক জাহাজে অন্তর্ঘাতমূলক হামলার জন্য ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র।


এ মাসের মাঝামাঝি সৌদি আরবের দুটি পাম্প স্টেশনেও হামলা চালানো হয়। লোহিত সাগরসংলগ্ন সৌদির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশে ওই হামলার ঘটনা ঘটে। সৌদি আরব বলেছে, ড্রোনের মাধ্যমে ওই হামলা চালানো হয়েছে।