সোনিয়াকে সংসদীয় দলের নেতা বেছে নিল কংগ্রেস

সোনিয়া গান্ধী
সোনিয়া গান্ধী

আবার কংগ্রেসের সংসদীয় দল নেতা হলেন সোনিয়া গান্ধী। আজ শনিবার ভারতের পার্লামেন্টের সেন্ট্রাল হলে সোনিয়াকে নেত্রী নির্বাচিত করেন কংগ্রেসের নবনির্বাচিত সাংসদেরা।

সোনিয়া গান্ধীর নাম প্রস্তাব করেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। এ প্রস্তাব সমর্থন করেন ঝাড়খণ্ডের পার্লামেন্ট সদস্য জোথি মনি এস ও কেরালার পার্লামেন্ট সদস্য কে সুধাকরণ।

এ সময় বক্তব্য দেন সোনিয়া গান্ধী। তিনি কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার কাজে দলের সভাপতি রাহুল গান্ধীর প্রশংসা করেন। তিনি বলেন, রাহুল দায়িত্বের সঙ্গে দলের নেতৃত্ব দিয়েছে।

রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে অভিনন্দন জানান। তিনি বলেন, কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী হওয়ার জন্য সোনিয়া গান্ধীকে অভিনন্দন। তাঁর নেতৃত্বে কংগ্রেস একটি প্রভাবশালী বিরোধী দল তৈরি করবে। যে দল দেশের সংবিধান রক্ষার জন্য লড়াই করবে।

ভারতের পার্লামেন্ট বিরোধী দল হতে কংগ্রেসের আরও তিন জন্য সদস্যর প্রয়োজন। এবারের নির্বাচনে কংগ্রেসের ৫২ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে নির্বাচন হন ৪৪ জন কংগ্রেস সদস্য। তথ্যসূত্র: এনডিটিভি