বিজেপিতে যোগ দিলেন 'বেদের মেয়ে জোস্না'

বিজেপিতে যোগ দিয়েছেন অঞ্জু ঘোষ।
বিজেপিতে যোগ দিয়েছেন অঞ্জু ঘোষ।

একসময়ের বাংলাদেশের সাড়া জাগানো বাংলা ছবি ‘বেদের মেয়ে জোস্‌না’র নায়িকা অঞ্জু ঘোষ ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন।

গতকাল বুধবার বিজেপির রাজ্য দপ্তরে এসে অঞ্জু ঘোষ বিজেপিতে যোগ দেন। এ সময় তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন অবশ্য অঞ্জু ঘোষ ছাড়াও তৃণমূল ও সিপিএম থেকে কয়েক শ সমর্থক বিজেপিতে যোগ দেন। যোগদানের পর দিলীপ ঘোষ বলেছেন, ‘উনি (অঞ্জু ঘোষ) বহুদিন ধরেই বিজেপিতে যোগদানের কথা বলছিলেন। আজ তা সম্ভব হলো।’

অঞ্জু ঘোষ একসময়ে বাংলাদেশের নায়িকা থাকলেও দুই দশক ধরে তিনি পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাস করছেন। তবুও অঞ্জু ঘোষের যোগদানের পর বিজেপিবিরোধীরা প্রশ্ন তুলেছেন, অঞ্জু ঘোষ তো বাংলাদেশের মানুষ। তাতে অবশ্য কান দেয়নি বিজেপির নেতৃত্ব।

অঞ্জু ঘোষ বলেছেন, ‘তিনি বহুদিন ধরেই কলকাতায় আছেন। তাঁর বাবা-মা ও এখানে ছিলেন। এখন তিনি ভারতীয় নাগরিক।

৬ জুন জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যমাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। এই দিনকে সামনে রেখে বিজেপি রাজ্যজুড়ে শুরু করেছে সদস্য সংগ্রহ অভিযান। এই অভিযান চলবে আগামী ২৫ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির জন্মদিন পর্যন্ত।

জনসংঘ পরবর্তী সময়ে বিজেপি হয়ে যায়।