'চোর হ্যায়' ধ্বনি উঠল বিজয় মালিয়াকে দেখে

বিজয় মালিয়া
বিজয় মালিয়া

যুক্তরাজ্যে পালিয়ে থাকা ভারতীয় মদ ব্যবসায়ী বিজয় মালিয়া গতকাল রোববার ওভালে বিশ্বকাপ ক্রিকেটে ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে গিয়েছিলেন। এ ম্যাচে জেতেও ভারত। তবে বিজয় মালিয়ার ম্যাচ দেখার অভিজ্ঞতা সুখকর হয়নি। ম্যাচ শেষে বেরিয়ে আসার সময় ‘চোর হ্যায়’ ধ্বনি শুনতে হয়। আজ সোমবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ ঘটনা তুলে ধরা হয়।

ওভাল স্টেডিয়াম থেকে মা ললিতার সঙ্গে বেরিয়ে আসছিলেন মালিয়া। সেই সময় ‘চোর হ্যায়’ ‘চোর হ্যায়’ বলে চিৎকার করে ওঠে স্টেডিয়ামে থাকা অনেক ভারতীয়। এসব গালি শোনার পর তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে বার্তা সংস্থা এএনআইকে মালিয়া বলেন, ‘আমার মা যাতে কষ্ট না পান, সেই চেষ্টাই করছিলাম।’

নয় হাজার কোটি ভারতীয় রুপি পাচারের ঘটনায় অভিযুক্ত মালিয়া যুক্তরাজ্যে পালিয়ে যেতে সক্ষম হন। তিনি লন্ডনে থাকলেও সেখান থেকে তাঁকে ফেরত পাঠানোর বিষয়ে মামলা চলছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর গত বছর মালিয়াকে ফেরত পাঠানোর নির্দেশ দেয়। সেই বিষয়েই এখন মামলা চলছে। গতকাল মালিয়া বলেন, ‘এখানে আজ ম্যাচ দেখতে এসেছি। আগামী জুলাইয়ে মামলার পরবর্তী শুনানির প্রস্তুতি চলছে।’

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মালিয়াকে ভারতে ফেরত পাঠানোর মামলায় আদালতের মুখোমুখি হন ৬৩ বছর বয়সী মালিয়া। অর্থপাচার, প্রতারণা ও ষড়যন্ত্রের দায়ে অভিযুক্ত মালিয়া যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় লাভের উপযুক্ত নন বলেই যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর মনে করে।