কলকাতায় বাংলাদেশি যুগলের চিত্র প্রদর্শনী

চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল পাট্টি হফম্যান। ছবি: ভাস্কর মুখার্জি
চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল পাট্টি হফম্যান। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতায় এক বাংলাদেশি দম্পতির সপ্তাহব্যাপী যুগলবন্দী চিত্র প্রদর্শনী ‘লাইনস ফর লাভ’ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার একাডেমি অব ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল পাট্টি হফম্যান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার ও প্রখ্যাত চিত্রকর সমীর আইচ।

শিল্পী দম্পতি হলেন বি এম জামাল হোসেন ও আবিদা হোসেন। জামাল হোসেন কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের কাউন্সিলর ও হেড অব চ্যান্সারি। এই যুগল দীর্ঘদিন ধরে চিত্রকর্মের সঙ্গে যুক্ত আছেন। মরক্কো, গ্রিস, এথেন্স, কলকাতা ও আসামের বিভিন্ন জায়গায় তাঁদের চিত্রকর্মের প্রদর্শনী হয়েছে।

গতকাল সন্ধ্যায় জামাল-আবিদা দম্পতির চিত্র প্রদর্শনীর উদ্বোধন করে মার্কিন কনসাল জেনারেল পাট্টি হফম্যান বলেন, ‘আমি খুব খুশি হয়েছি এই অনুষ্ঠানে আসতে পেরে। বাঙালিরা স্বভাবজাত শিল্পী। আমিও মুগ্ধ হয়েছি এই শিল্পকর্ম দেখে। আর গামছার ওপর শিল্পকর্ম সত্যিই আমাকে মুগ্ধ করেছে। আমি এই চিত্র প্রদর্শনীর সাফল্য কামনা করি।’

কলকাতার প্রখ্যাত চিত্রকর সমীর আইচ বলেছেন, এই শিল্পকর্মে ভেসে উঠেছে সমসাময়িক ভাবনাচিন্তার ছবি।

অধ্যাপক পবিত্র সরকার বলেন, ‘আমি জামাল হোসেনের এই চিত্রকর্ম দেখে বিমোহিত। সত্যিই তিনি একজন শিল্পসাধক বটে। তাঁর তুলিতে ভেসে উঠেছে সমকালীন সমাজচিত্রের নানা দিক এবং নানা চিত্রকলা। আমি এই প্রদর্শনীর সাফল্য কামনা করি।’

চিত্রশিল্পী জামাল হোসেন বলেন, ‘আমার কাছে প্রতিটি ছবি যেন এক একটি কবিতা। সেই ছবি একেকটি বার্তা দেয়। জীবনে চলার পথে পদপিষ্ট একটি ঘাসফুলের কাছ থেকে যে বার্তা ভেসে আসে, মানবতা পুড়লে যে গন্ধ বাতাসে ভাসে, তা শৈল্পিক ভাষায় ক্যানভাসে প্রতিভাত হয় শিল্পীর আঁচড়ে। আমিও চেষ্টা করেছি সমকালীন সেই চিন্তাচেতনাকে তুলির ভাষায় তুলে আনতে।’

এই প্রদর্শনী ১৭ জুন পর্যন্ত চলবে। চিত্র প্রদর্শনী সাধারণের জন্য প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।