পরিবেশ রক্ষার প্রচারে কলকাতায় দুই বাংলাদেশি তরুণ

পরিবেশ বাঁচানোর প্রচার চালাতে সাইকেল চড়ে কলকাতা এসেছেন বাংলাদেশি দুই তরুণ শরিফুল ও বাহারুল। ছবি: সংগৃহীত
পরিবেশ বাঁচানোর প্রচার চালাতে সাইকেল চড়ে কলকাতা এসেছেন বাংলাদেশি দুই তরুণ শরিফুল ও বাহারুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের দুই তরুণ পরিবেশ বাঁচানোর প্রচার চালাতে সাইকেলে চড়ে খুলনা থেকে কলকাতায় এসেছেন। তাঁরা শব্দ ও পরিবেশদূষণ রোধ করতে চান। পরিবেশ বাঁচানোর পক্ষে বিভিন্ন পোস্টার ও প্রচারপত্র নিয়ে এসেছেন দুজন।

খুলনার এই দুই তরুণ হলেন শেখ শরিফুল ইসলাম ও গাজী বাহারুল ইসলাম। তাঁরা দুজন বন্ধু। প্রচণ্ড গরমের মধ্যেও পরিবেশ বাঁচানোর পক্ষে কাজ করে যাচ্ছেন তাঁরা।

গতকাল বৃহস্পতিবার তাঁরা কলকাতায় এসেছেন। এর আগে তাঁরা বারাসাতেও প্রচারপত্র বিলি করেন। শরিফুল ও বাহারুল খুলনা থেকে ১০ জুন কলকাতার উদ্দেশে রওনা হন। তাঁরা সাইকেলে করে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পার হয়ে কলকাতায় আসেন। গতকাল বৃহস্পতিবার তাঁরা হাওড়ার বালির অ্যাপেক্স ক্লাবে চলে যান। সেখানে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বাংলাদেশের অ্যাপেক্স ক্লাব এবং ভারতের অ্যাপেক্স ক্লাব এই প্রচারে শরিফুল ও বাহারুলকে সহযোগিতা করেছে।

শরিফুল প্রথম আলোকে বলেন, প্রচার শেষে তাঁরা ফিরে যাবেন খুলনায়। আজ তাঁরা কলকাতার সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। প্রেসক্লাবেও যাবেন। পরিবেশ বাঁচানোর প্রত্যয় নিয়ে তাঁরা কলকাতায় এসেছেন।