পাকিস্তানকে আরেকটা 'ঘা' দিল ভারত

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স

বিশ্বকাপে গতকাল রোববার পাকিস্তানের বিপক্ষে সহজ জয় পাওয়ায় ভারতীয় ক্রিকেট দলের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ অন্য নেতারা। আজ সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গতকাল পাকিস্তানকে ৮৯ রানে হারায় ভারত। ৪০ ওভারে ৩০২ রানের লক্ষ্য পেয়ে ২১২ রানে থামে পাকিস্তান। বিশ্বকাপে এ নিয়ে ভারতের কাছে টানা সাত ম্যাচ হারল পাকিস্তান।

ভারতীয় ক্রিকেট দলের প্রশংসা করতে গিয়ে অমিত শাহ প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে তাঁর দেশের বৈরিতার প্রসঙ্গে টেনে আনেন।

পাকিস্তানে চালানো ভারতের কথিত সার্জিক্যাল স্ট্রাইকের প্রতি ইঙ্গিত করে টুইট করেন অমিত শাহ। টুইট তিনি বলেন, ‘পাকিস্তানের ওপর টিম ইন্ডিয়ার আরেক দফা হামলা (স্ট্রাইক)। আর ফলাফল সেই একই (জয়)। অসাধারণ পারফরম্যান্সের জন্য গোটা দলকে অভিনন্দন। প্রত্যেক ভারতীয় এই জয়ে গর্বিত। মন ছুঁয়ে যাওয়া এই জয় সবাই উদ্‌যাপন করছে।’

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। ম্যাচটিকে তিনি ‘অসাধারণ’ বলে অভিহিত করেছেন।

বিজেপি নেতা নীতিন গড়কারি, পীযূষ গোয়াল, কিরেন রিজিজুও টুইটবার্তায় ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

কংগ্রেসের পক্ষ থেকেও ভারতীয় ক্রিকেট দলকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

আম আদমি পার্টি ভারতীয় ক্রিকেট দলকে ‘অপ্রতিরোধ্য’ বলে বর্ণনা করেছে।