চোরদের দলে রাখা হবে না: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি চোরদের দলে রাখবেন না। যাঁরা দল থেকে চলে যাওয়ার মনস্থ করেছেন, তাঁদের দ্রুত দল ছাড়তেও আহ্বান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে মমতা এক সভায় ডেকেছিলেন পশ্চিমবঙ্গের ১২৫টি পৌরসভার প্রায় ৩ হাজার দলীয় চেয়ারম্যান ও কাউন্সিলরদের। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে এই সভা হয়। সেখানেই এ কথা বলেন মমতা।

এবারের লোকসভা নির্বাচনে দলে ব্যাপক ধস নামায় চিন্তিত মমতা এখন দল পুনর্গঠিত করার কাজে নেমে পড়েছেন। যোগ দিচ্ছেন বিভিন্ন দলীয় বৈঠকে। লোকসভা নির্বাচনের পর শুধু ব্যারাকপুর মহকুমায় পাঁচটি পৌরসভার দখল হারিয়েছে তাঁর দল। দখল নিয়েছে বিজেপি। বহু গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়েছে মমতার। তাই চিন্তিত মমতা এবার রাজনৈতিক ময়দানে নেমে দলকে গোছাতে ব্রতী হয়েছেন। শুরু করেছেন শুদ্ধি অভিযান।

এ বছর ২০টি পৌরসভা এবং আগামী বছর কলকাতা পৌর করপোরেশনসহ আরও বেশ কয়েকটি পৌরসভার নির্বাচন হওয়ার কথা। সেই সব নির্বাচনে জয়ের জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করার আহ্বান জানিয়েছেন মমতা।
মমতা আজ বলেছেন, ‘চোরদের আর দলে রাখা হবে না। যাঁরা দল ছাড়তে চান, তাঁরা এখুনি চলে যান। তবে চুরি করে দল ছেড়ে অন্য দলে গেলে রেহাই পাবেন না। আরও ফাঁসবেন।’

মমতা আজ বলেন, ‘এখন থেকে আর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচনে জেলায় টিকিট পাঠানো হবে না। আমরাই প্রার্থী যাচাই করে তাঁদের হাতে হাতে তুলে দেব মনোনয়নের টিকিট। আমাদের দল থেকে একজন যাবে তো আমরা ৫০০ জন তৈরি করব। একটা পৌরসভা থেকে ১৫ থেকে ২০ কাউন্সিলর চলে গেলেও কিছু হবে না। আর যেসব বিধায়ক দল ছাড়তে চান, তাঁরা এক্ষুনি চলে যান।’

মুখ্যমন্ত্রী মমতা বলেন, এখন থেকে মানুষের গালাগাল শুনতে হবে, তাঁদের পাশে দাঁড়াতে হবে। তাঁদের সুখ-দুঃখের সঙ্গী হতে হবে।

মমতা বলেছেন, ‘এখন থেকে দলীয় নেতা-কর্মীরা “জয় হিন্দ” বলার অভ্যাস করুন। বলুন “জয় হিন্দ, জয় বাংলা”।’

এবারের লোকসভা নির্বাচনকে ‘চিটিংবাজির নির্বাচন’ বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কোটি কোটি টাকার নির্বাচন হয়েছে। মানুষ বুঝতে পেরেছে এবারের নির্বাচন ছিল চিটিংবাজির নির্বাচন। তাই আমরা এবার দাবি তুলেছি আর ভোটযন্ত্র বা ইভিএমে নির্বাচন নয়, এবার ভোট করতে হবে ব্যালট পেপারে। সেই দাবিতে আমরা আন্দোলন গড়ে তুলব।’