বেশি টাকা হারালে ফিরে পাওয়া যায়

গবেষকেরা দাবি করেছেন, হারানো মানিব্যাগ ফিরে পাওয়ার সঙ্গে তাতে থাকা টাকার পরিমাণের একটি সম্পর্ক রয়েছে। যত বেশি টাকা থাকবে মানিব্যাগে, তা হারালে ফিরে পাওয়ার সম্ভাবনাও তত।

যুক্তরাজ্যের বিজ্ঞান সাময়িকী সায়েন্স-এ গত বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণা নিবন্ধে এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা। সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এক দল আন্তর্জাতিক গবেষক বিশ্বের ৪০টি দেশের ৩৫৫টি শহরে গবেষণাটি চালান।

গবেষণায় দেখা গেছে, অর্থশূন্য ৪০ শতাংশ মানিব্যাগ মালিকের ঠিকানায় ফেরত এসেছে। সামান্য অর্থ ছিল এমন মানিব্যাগ ফেরত আসার হার ৫১ শতাংশ। আর বড় অঙ্কের অর্থওয়ালা মানিব্যাগ ফেরত এসেছে ৭২ শতাংশ।