২৭ বছর পর কলকাতা চিড়িয়াখানায় ৩ সিংহশাবক

সিংহীসহ শাবক। ছবি: ভাস্কর মুখার্জি
সিংহীসহ শাবক। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতার আলীপুর চিড়িয়াখানায় দীর্ঘ ২৭ বছর পর জন্ম নিয়েছে তিনটি সিংহশাবক। গতকাল সোমবার চিড়িয়াখানার অধিকর্তা আশিস কুমার সামন্ত এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আশিস কুমার সামন্ত বলেন, মা সিংহ শ্রুতি এবং বাবা সিংহ বিশ্বাসের এ তিনটি শাবকের জন্ম হয়েছে গত ২৮ জুন সকালে। বিশ্বাসের বয়স ১২, আর শ্রুতির বয়স ৬ বছর। তারা দুজনই এশিয়াটিক প্রজাতির সিংহ। ২০১৭ সালে শ্রুতি ও বিশ্বাসকে আনা হয়েছিল হায়দরাবাদ চিড়িয়াখানা থেকে।

জন্ম নেওয়া এই তিনটি শাবকের মধ্যে একটি পুরুষ ও দুটি নারী। এর আগে সর্বশেষ এই চিড়িয়াখানায় ১৯৯২ সালে সিংহশাবকের জন্ম হয়েছিল।

এবার যে তিনটি সিংহশাবকের জন্ম হয়েছে, এর মধ্যে শেষেরটি বেশ দুর্বল। অন্য দুটি শাবক মায়ের দুধ পান করতে পারলেও এই বাচ্চাটিকে বোতলে করে দুধ খাওয়ানো হচ্ছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনটি বাচ্চাই এখন সুস্থ আছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

এর আগে এই সিংহ দম্পতি গত বছর একটি শাবক জন্ম দিলেও দুর্বল বাচ্চাটিকে বাঁচাতে পারেনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে তিন মাস পর এই তিন সিংহশাবককে দর্শকদের সামনে আনা হবে।