আবার ভারী বৃষ্টিতে নাকাল মুম্বাইবাসী

বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে সকাল থেকে মুম্বাই শহরজুড়ে সৃষ্টি হয়েছে অসহনীয় যানজটের। এএফপি ফাইল ছবি
বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে সকাল থেকে মুম্বাই শহরজুড়ে সৃষ্টি হয়েছে অসহনীয় যানজটের। এএফপি ফাইল ছবি

আবার ভারী বৃষ্টিতে ভেসে যাচ্ছে ভারতের মুম্বাই শহর। ব্যাপক বৃষ্টিতে নাকাল ভারতের এই বাণিজ্য নগরীর বাসিন্দারা। আজ সোমবার সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে মুম্বাইতে।

ভারী বর্ষণে গোবান্ডী এলাকায় একটি বাড়ি ভেঙে পড়ায় চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহরের অধিকাংশ রাস্তা ডুবে গেছে পানিতে। বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে সকাল থেকে শহরজুড়ে সৃষ্টি হয়েছে অসহনীয় যানজটের। জলবন্দী হয়ে পড়েছে মানুষ। অফিসগামী ও স্কুল পড়ুয়ারা রাস্তায় বেরিয়ে চরম দুর্ভোগে পড়েছে। মুম্বাইয়ের কুর্লা, আন্ধেরী, মীরা রোড, থানে, পালঘর এলাকায় বৃষ্টির জেরে প্রবল যানজটের সৃষ্টি হয়েছে।

বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হচ্ছে ট্রেন চলাচলও। রেলওয়ে ট্র্যাকে পানি জমে যাওয়ায় ট্রেনগুলো চলছে ধীর গতিতে।

ভারী বৃষ্টির কারণে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইটের গতিপথ বদল করা হয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টির প্রকোপ থাকবে।

গত সপ্তাহে (১ জুলাই) মুম্বাইয়ের উত্তর পশ্চিমের বস্তি এলাকায় ভারী বর্ষণে দেয়াল ধসে অন্তত ১৫ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় আহত হন ৬৯ জন। এর আগে গত ৩০ জুন পুনেতে ভারী বৃষ্টিপাতে কোন্ধা এলাকায় একটি আবাসিক ভবনের পাশের দেয়াল ধসে ১৫ জন নিহত হন।