সিলেটের মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ার দাবি

আলোচনা সভায় কাতারে বসবাসরত সিলেট প্রবাসীরা
আলোচনা সভায় কাতারে বসবাসরত সিলেট প্রবাসীরা

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ার দাবিতে সভা করেছে কাতারস্থ বৃহত্তর সিলেট প্রবাসীরা।
গত ২৮ জুন দোহায় স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বোরহান উদ্দিন শরিফ।
সিরাজুল ইসলাম সেবুল ও সিরাজুল ইসলাম শাহিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সমন্বয়ক শরিফুল হক সাজুসহ সিলেট প্রবাসীরা এতে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশে সিলেটের বিপুলসংখ্যক প্রবাসী বাস করছেন। এই বিপুলসংখ্যক প্রবাসীদের আগ্রহের প্রতি সম্মান দেখিয়ে সিলেটের মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া এখন সময়ের দাবি। এ বিষয়ে রাজনৈতিক স্বেচ্ছাচারিতা সিলেটবাসীর কাছে কাম্য নয় বলে তাঁরা মন্তব্য করেন।
অনুষ্ঠানে দলমত-নির্বিশেষে কাতারে বসবাসরত সিলেট প্রবাসীরা অংশ নেন। এতে আরও বক্তব্য রাখেন—আবদুস সাত্তার, নজরুল ইসলাম, সৈয়দ আনা মিয়া, কফিল উদ্দিন, মাহবুবুর রহমান বাবু, আবদুল খালেক, মোখলেছুর রহমান মেম্বার, রইছ উদ্দিন, আহমদ মালেক, আবু তাহের, বদরুল ইসলাম, পংকি মিয়া, এস কে লুকমান সিদ্দিকী, আবুল হাসান, সাদ উদ্দিন, রেজাউল করিম রেজু, খালেদ আহমদ, সাইন উদ্দিন রুয়েল, রাজু আহমদ প্রমুখ।
বক্তারা অবিলম্বে সিলেটের  মেয়র আরিফকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।