ইরানের ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের

মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস বক্সার। ছবি: রয়টার্স
মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস বক্সার। ছবি: রয়টার্স

হরমুজ প্রণালিতে ইরানের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই দাবি করেছেন। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে ইরানের একটি ড্রোন ভূপাতিত করে। ড্রোনটি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়।

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে ড্রোন ভূপাতিত বা খোয়া যাওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই।

ট্রাম্পের ভাষ্য, মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস বক্সারের ১ হাজার মিটারের মধ্যে চলে এসেছিল ইরানের ড্রোনটি। মার্কিন নৌবাহিনীর জাহাজটিকে হুমকির মধ্যে ফেলেছিল ইরানের ড্রোনটি।

ট্রাম্প বলেন, ইরানের ড্রোনটিকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু ড্রোনটি এই সতর্কতা অবজ্ঞা করে। পরে মার্কিন নৌবাহিনীর জাহাজটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে। ড্রোনটি ভূপাতিত করার মাধ্যমে ধ্বংস করা হয়। যুক্তরাষ্ট্র তার লোক, সরঞ্জাম ও স্বার্থ রক্ষার অধিকার রাখে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ জাতিসংঘে সাংবাদিকদের বলেন, ‘ড্রোন খোয়া যাওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই।’

গত মাসে ইরান একই এলাকায় একটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করে। এ নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ বেধে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়।