তালেবানের গাড়িবোমা হামলায় নিহত ১২

কান্দাহারের পুলিশ সদর গ্রেপ্তারে বিশেষ প্রহরার ব্যবস্থা করা হয়েছে। ছবি: রয়টার্স
কান্দাহারের পুলিশ সদর গ্রেপ্তারে বিশেষ প্রহরার ব্যবস্থা করা হয়েছে। ছবি: রয়টার্স

আফগানিস্তানের কান্দাহার শহরে পুলিশ সদর দপ্তরের বাইরের ফটকে দুটি গাড়িবোমা হামলায় ১২ জন নিহত হয়েছে। আহত অন্তত ৮০ জন। গতকাল বৃহস্পতিবার দেশটির পুলিশ, স্বাস্থ্য কর্মকর্তা ও তালেবান সূত্রে এ কথা জানা যায়।

দক্ষিণের শহরটির পুলিশ প্রধান তাদিন খান জানান, বিস্ফোরণের পর বন্দুকধারী জঙ্গিরা খুব কাছ থেকে গুলি ছুড়তে থাকে। তাদের ঠেকাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছোড়ে। পুলিশের মাদকবিরোধী শাখা লক্ষ করে এ হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, পরপর তিনবার বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় লোকজন অনেকক্ষণ ধরে বন্দুকযুদ্ধ চলেছে। পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র বাহির আহমাদি বলেন, নিহত ব্যত্তিদের মধ্যে পুলিশ ও বেসামরিক লোক রয়েছে।

কান্দাহারের প্রাদেশিক হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক জানান, ৮৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের বেশির ভাগই সাধারণ নাগরিক।