চাইলে দশ দিনেই আফগানিস্তানের নাম মুছে দিতে পারতেন ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম দেশ আফগানিস্তান। জনসংখ্যাও নেহাত কম নয়—৩ কোটি ৭০ লাখের বেশি মানুষের বসবাস যুদ্ধবিধ্বস্ত দেশটিতে। অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, চাইলে মাত্র ১০ দিনেই পৃথিবীর মানচিত্র থেকে আফগানিস্তানকে মুছে দিতে পারতেন তিনি!

দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সফরে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। হোয়াইট হাউসে ইমরানের সঙ্গে বৈঠকের একপর্যায়ে সোমবার এমন মন্তব্য করেছেন ট্রাম্প। এদিকে কূটনৈতিক সূত্রের মাধ্যমে ট্রাম্পের এমন মন্তব্যের ‘ব্যাখ্যা’ জানতে চেয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

ওয়াশিংটনের পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে যুদ্ধ বন্ধের বিষয়ে ইমরান খানের সঙ্গে আলোচনা করেন ট্রাম্প। একপর্যায়ে ট্রাম্প বলেন, ‘যদি আমি যুদ্ধ জিততে চাইতাম, তাহলে আফগানিস্তানের নাম পৃথিবীর বুক থেকে মুছে যেত। দশ দিনেই সব শেষ হয়ে যেত। আমি শুধু এক কোটি মানুষকে হত্যা করতে চাইনি।’ তবে কীভাবে আফগানিস্তানের নাম উধাও করে দিতেন—সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।

যুদ্ধ নয়, বরং আফগানিস্তানে শান্তি রক্ষার উদ্দেশ্যে কাজ করছে যুক্তরাষ্ট্র—এমন কথাও বলেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা পাকিস্তান ও অন্যদের সঙ্গে মিলে কাজ করছি। আমরা যুদ্ধ করছি না। আমরা শান্তিরক্ষীর ভূমিকা পালন করতে চাই না, আমাদের সেই বাধ্যবাধকতাও নেই। কিন্তু এই মুহূর্তে আমাদের আসলে সেটিই করতে হচ্ছে।’

ট্রাম্পের এমন মন্তব্যের বিপরীতে বিবৃতি দিয়েছে আফগানিস্তানের প্রেসিডেন্টের কার্যালয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগানিস্তানে শান্তি নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে আমরা সমর্থন করি। কিন্তু আফগান সরকার মনে করে, কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান আফগানিস্তানের ভাগ্য নির্ধারণ করতে পারেন না।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছেন আফগানিস্তানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী রহমতুল্লাহ নাবিল। এক টুইট বার্তায় তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের এমন ‘অপমানের’ পর আশরাফ ঘানি থেকে শুরু করে তালেবান—সবাইকে নিজেদের স্বার্থ ভুলে ঘোষণা করা উচিত যে আফগানরা নিজেরাই নিজেদের শান্তি রক্ষায় কাজ করতে সক্ষম।

রানা মোমান্দ নামের এক আফগান বংশোদ্ভূত আমেরিকান টুইট করে ট্রাম্পের তথ্যগত ভুলের দিকটি ধরিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘কেউ কি ডোনাল্ড ট্রাম্পকে বলে দিতে পারবেন, আফগানিস্তানকে পৃথিবীর বুক থেকে মুছে দিতে ১ কোটি নয়, বরং ৩ কোটি ৭০ লাখ মানুষকে হত্যা করতে হবে।’

বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক গবেষক জামান সুলতানি আফগানিস্তানে বেসামরিক ক্ষয়ক্ষতি বন্ধে ট্রাম্পের কাছে আরজি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আফগানিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার কোনো দরকার নেই। দেশটি এমনিতেই তালেবানের অহেতুক যুদ্ধ ও অযোগ্য সরকারের কারণে বিধ্বস্ত।’

টুইন টাওয়ারে হামলার পর ২০০১ সাল থেকে আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য, তালেবান বিদ্রোহীদের উৎখাতে আফগান সরকারকে সহায়তা করতে সেনা মোতায়েন করেছে তারা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্য কোনো দেশে এত বেশি সময় ধরে সেনা মোতায়েনের নজির নেই।