পানির নিচে সামরিক জাদুঘর!

উনিশটি অকেজো সামরিক যান ৯২ ফুট পানির নিচে সাজানো হয়েছে। ছবি: এএফপি
উনিশটি অকেজো সামরিক যান ৯২ ফুট পানির নিচে সাজানো হয়েছে। ছবি: এএফপি

যুদ্ধংদেহী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ট্যাংক। পেছনে সৈন্য বহনকারী গাড়ি। পাশে আবার হেলিকপ্টার। দেখে মনে হচ্ছে, যুদ্ধ বাঁধবে যেকোনো মুহূর্তে। যুদ্ধক্ষেত্রের এমন চিত্র দেখা যাচ্ছে জর্ডানে, তাও আবার পানির নিচে! আসলে এটি যুদ্ধক্ষেত্রের আদলে সাজানো একটি ডুবো জাদুঘর।

পানির নিচে এমন সামরিক জাদুঘর চালু করেছে পশ্চিম এশিয়ার দেশ জর্ডান। বুধবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই ডুবো সামরিক জাদুঘর উদ্বোধন করা হয়। আকাবা উপকূলে অবস্থিত এই জাদুঘরের জন্য বেশ কয়েকটি ট্যাংক, সৈন্যবাহী গাড়ি ও একটি হেলিকপ্টার পানির নিচে ডোবানো হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরের একটি প্রবালপ্রাচীরে এই জাদুঘরটি তৈরি করা হয়েছে। সেনাবাহিনীর যানবাহন দিয়ে জাদুঘরটি এমনভাবে সাজানো হয়েছে যেন দেখে মনে হয় আসল যুদ্ধক্ষেত্র। জর্ডানের স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এই জাদুঘরের মাধ্যমে দর্শকেরা ‘নতুন ধরনের’ অভিজ্ঞতার স্বাদ পাবেন।

জর্ডানিয়ান রয়্যাল এয়ার ফোর্সের দেওয়া একটি সামরিক হেলিকপ্টার সাজিয়ে রাখা হয়েছে ডুবো জাদুঘরে। ছবি: এএফপি
জর্ডানিয়ান রয়্যাল এয়ার ফোর্সের দেওয়া একটি সামরিক হেলিকপ্টার সাজিয়ে রাখা হয়েছে ডুবো জাদুঘরে। ছবি: এএফপি
জর্ডানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, পানির নিচের পরিবেশে যেন সামরিক যানগুলোর ওপর কোনো বিরূপ প্রভাব না পড়ে তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। ছবি: রয়টার্স
জর্ডানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, পানির নিচের পরিবেশে যেন সামরিক যানগুলোর ওপর কোনো বিরূপ প্রভাব না পড়ে তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। ছবি: রয়টার্স
সংশ্লিষ্টদের আশা, ভ্রমণপিপাসুদের জন্য অন্যতম আকর্ষণ হতে পারে পানির নিচের এই ডুবো জাদুঘর। ছবি: রয়টার্স
সংশ্লিষ্টদের আশা, ভ্রমণপিপাসুদের জন্য অন্যতম আকর্ষণ হতে পারে পানির নিচের এই ডুবো জাদুঘর। ছবি: রয়টার্স