ব্রাজিলে বিমানবন্দর থেকে ৪ কোটি ডলারের স্বর্ণ লুট

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দক্ষিণ আমেরিকার ব্যস্ততম বিমানবন্দর ব্রাজিলের সাও পাওলোর গুয়ারুলহসের কার্গো টার্মিনাল থেকে ৪ কোটি ডলারের স্বর্ণ ও মূল্যবান ধাতু লুট করেছে বন্দুকধারীরা। বাংলাদেশি মুদ্রায় যার দাম ৩৩৭ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, এ সময় বন্দুকধারীরা দুজনকে জিম্মি করে।

বিমানবন্দরের নিরাপত্তাবিষয়ক এক ভিডিও ফুটেজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, একটি কালো পিকআপকে গুয়ারুলহস বিমানবন্দরে আসতে দেখা যায়। প্রথমে চার ব্যক্তি পিকআপ থেকে নামে। এ সময় ব্রাজিলের ফেডারেল পুলিশের পোশাক পরা ছিল। তাদের মুখ ঢাকা ছিল। একজনের হাতে রাইফেল ছিল। তারা বিমানবন্দরের শ্রমিকদের মুখোমুখি হয়। পরে ওই শ্রমিকদের দিয়েই পিকআপে কার্গো উঠায় তারা।

পুলিশ জানায়, বন্দুকধারীরা দুই শ্রমিককে জিম্মি করে প্রায় সাড়ে সাত শ কেজি স্বর্ণ ও মূল্যবান ধাতু লুট করে নেয়।

বিমানবন্দরের এক মুখপাত্র জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে জিম্মি দুজনের বিষয়ে কোনো মন্তব্য করেননি তাঁরা।