পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল জগদীপ ধনকরের শপথ

জগদীপ ধনকর
জগদীপ ধনকর

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আজ মঙ্গলবার শপথ নিয়েছেন জগদীপ ধনকর। তিনি রাজস্থানের সাবেক সাংসদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন।

ধনকর বিদায়ী রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠির স্থলাভিষিক্ত হলেন। কেশরী নাথ ২০১৪ সালের ২৪ জুলাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে যোগ দিয়েছিলেন। পাঁচ বছর মেয়াদ শেষে তিনি বিদায় নিয়ে ইতিমধ্যে চলে গেছেন তাঁর নিজের রাজ্য উত্তর প্রদেশের গ্রামের বাড়িতে।

আজ সকালে কলকাতার রাজভবনে পশ্চিমবঙ্গের ১৯তম রাজ্যপাল হিসাবে শপথ নেন জগদীপ ধনকর। তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিবিএন রাধাকৃষ্ণন। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় নেতা আবদুল মান্নানসহ মন্ত্রিসভার সদস্য ও বিশিষ্টজনেরা। শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

নতুন রাজ্যপাল গতকাল সোমবার কলকাতায় আসেন। বিমান বন্দরে তাঁকে গার্ড অব অনার দেওয়ার পর তাঁকে নিয়ে আসা হয় রাজভবনে। গত সপ্তাহে রাজ্যপাল হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছিল।