আসামে ৩৩৫ বিদেশি জামিনে মুক্তি পাবেন

ভারতের সুপ্রিম কোর্টের সবুজ সংকেত মেলার পর ভারতের আসাম রাজ্যের ছয়টি বন্দিশিবিরে (ডিটেনশন ক্যাম্প) আটক থাকা ৩৩৫ জন বিদেশিকে জামিনে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে আসাম সরকার। গত মঙ্গলবার আসাম সরকার এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, যেসব বিদেশি বন্দী তিন বছরের বেশি বন্দিশিবিরে রয়েছেন, তাঁদের জামিন দেওয়া হবে। তবে তা হবে শর্ত সাপেক্ষে।

শর্ত অনুযায়ী, জামিনে মুক্ত বন্দীদের দুই ভারতীয় জামিনদারের এক লাখ রুপির বন্ডের পরিপ্রেক্ষিতে জামিন দেওয়া হবে। মুক্তির আগে অবশ্য তাঁদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। নির্দিষ্ট ঠিকানা দিয়ে তাঁদের সেই ঠিকানায় থাকতে হবে। প্রতি সপ্তাহে তাঁদের ফরেনার্স ট্রাইব্যুনালের নির্দিষ্ট থানায় হাজিরা দিতে হবে। ঠিকানা বদল হলে তা সঙ্গে সঙ্গে জানাতে হবে। নির্দিষ্ট এলাকার পুলিশ সুপার ত্রৈমাসিক প্রতিবেদন দেবেন ফরেনার্স ট্রাইব্যুনালে।

আসাম নাগরিক অধিকার রক্ষা কমিটির মহাসচিব সাধন পুরকায়স্থ বলেন, বন্দিশিবিরে পাঁচ বছরের বেশি সময় ধরে আটক থাকা বন্দীরাও রয়েছেন। তবে জামিনের শর্ত দিয়ে মানবাধিকার রক্ষা করা যাবে না। বন্দীদের অবিলম্বে বিনা শর্তে মুক্তি দিতে হবে।