ফিলিপাইনে নৌকা উল্টে ৩১ জনের প্রাণহানি

ফিলিপাইনে নৌকা উল্টে ৩১ জনের প্রাণহানি হয়েছে। ৩ আগস্ট, গুইমারাস, ফিলিপাইন। ছবি: রয়টার্স
ফিলিপাইনে নৌকা উল্টে ৩১ জনের প্রাণহানি হয়েছে। ৩ আগস্ট, গুইমারাস, ফিলিপাইন। ছবি: রয়টার্স

ফিলিপাইনে তিনটি নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ৩১ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় শনিবার দ্বীপ প্রদেশ গুইমারাসের এক সাগরে এই ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইঞ্জিনচালিত কাঠের নৌকাগুলি ৯৬ জন যাত্রী ও মাঝি নিয়ে প্রতিকূল আবহাওয়ার মধ্যে চলার সময় ঝড়ো বাতাসের কবলে পড়ে উল্টে যায়। এই ঘটনায় রোববার পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়ায় ৩১ জনে। শনিবার এই সংখ্যা ছিল ১১।

ফিলিপাইন কোস্টগার্ডের মুখপাত্র আরমান্দ বালিলো বলেন, নৌকাডুবির ঘটনায় তিনজন এখনো নিখোঁজ রয়েছেন। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, তৃতীয় নৌকায় যাত্রী ছিলেন না, সেটাতে শুধু পাঁচজন মাঝি ছিলেন। তাঁরা বেঁচে গেছেন।

ফিলিপাইনে নৌপথে নিরাপত্তা নিম্নমানের কারণে প্রতিবছর নৌকা ও ফেরি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে।