কাশ্মীরে বন্দী ৭০ বিচ্ছিন্নতাবাদীকে আগ্রায় স্থানান্তর

আগ্রার কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত
আগ্রার কেন্দ্রীয় কারাগার। ছবি: সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের কারাগারে বন্দী ৭০ জন কট্টর পাকস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীকে উত্তর প্রদেশের আগ্রার কেন্দ্রীয় কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে করে তাঁদের নিয়ে যাওয়া হয়েছে।

এর মধ্যে আগ্রার কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। নিয়োগ করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পরামর্শে এই ৭০ জঙ্গিকে নিরাপত্তার স্বার্থে সরিয়ে দেওয়া হয় আগ্রায়।

আজ শুক্রবার সংবাদমাধ্যমের সূত্রে বলা হয়, এসব জঙ্গিকে বিভিন্ন কারাগার থেকে মুক্ত করার জন্য পাকিস্তানি জঙ্গিরা কাশ্মীরে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে সরকার তাদের কাশ্মীর ভূখণ্ড থেকে আগাম সরিয়ে নিয়ে আসে আগ্রায়।