সিডনিতে বিশ্বখ্যাত যেমন খুশি তেমন দৌড়

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতিবছর আয়োজিত হয় যেমন খুশি তেমন দৌড়। সিটি-টু-সার্ফ নামের ৪৯তম আয়োজনে ৮০ হাজারেরও বেশি নানা বয়সী মানুষ অংশ নিয়েছেন। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতিবছর আয়োজিত হয় যেমন খুশি তেমন দৌড়। সিটি-টু-সার্ফ নামের ৪৯তম আয়োজনে ৮০ হাজারেরও বেশি নানা বয়সী মানুষ অংশ নিয়েছেন। ছবি: সংগৃহীত

যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান দেখে থাকবেন অনেকে। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতিবছর আয়োজিত হয় যেমন খুশি তেমন দৌড়। সিটি-টু-সার্ফ নামের ৪৯তম এই আয়োজনে ৮০ হাজারেরও বেশি নানা বয়সী মানুষ অংশ নেন। আজ রোববার সকাল ৮টায় সিডনির হাইড পার্কের এলিজাবেথ স্ট্রিট থেকে শুরু হয় এই মজার আয়োজনটি।

শুরুর পয়েন্ট থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত বন্ডাই বিচে এসে শেষ হয় এই দৌড়। একে মজার দৌড় বলার কারণ হলো, এখানে জয়ের জন্য দৌড়ায় না কেউ। আনন্দের জন্য এই দৌড়ের আয়োজন করা হয়।

অংশগ্রহণকারী প্রতিযোগীদের অনেকেই বিভিন্ন সাজে উপস্থিত হন। প্রতিযোগিতাটি মূলত একটি অনুদান তহবিল সংগ্রহের জন্য আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন অংশ থেকে আয়ের পুরোটাই তহবিল হিসেবে জমা হয়। এই মহৎ উদ্দেশ্যকে সফল করতেই দেশটির হাজার হাজার মানুষ দিনটিতে ভিড় জমায় বন্ডাই সমুদ্রসৈকতে।

২০০৮ সাল থেকে এখন পর্যন্ত এই আয়োজন থেকে প্রায় ৩৬ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার সংগ্রহ করা হয়েছে। এ আয়োজনের মাধ্যমে এখন পর্যন্ত নয় শতাধিক দাতব্য সংস্থা অনুদান সংগ্রহ করতে পেরেছে।