নরওয়েতে মসজিদে গুলির ঘটনাটি সন্ত্রাসী হামলা

মসজিদের হামলার পর আশপাশের মানুষ ভয়ে এক জায়গায় সমবেত হন। ইসলামিক কালচারাল সেন্টার, অসলো, নরওয়ে। ছবি: রয়টার্স
মসজিদের হামলার পর আশপাশের মানুষ ভয়ে এক জায়গায় সমবেত হন। ইসলামিক কালচারাল সেন্টার, অসলো, নরওয়ে। ছবি: রয়টার্স

নরওয়ের রাজধানী অসলোতে এক মসজিদের ভেতরে বন্দুকধারীর গুলি ঘটনাটি সন্ত্রাসী হামলা বলে জানিয়েছে দেশটির পুলিশ। ওই হামলার ঘটনায় ৭৫ বছর বয়সী একজন আহত হয়েছেন। হামলাটির পর পৃথক স্থান থেকে উদ্ধার করা হয়েছে হামলাকারীর সৎবোনের লাশ। এই হত্যাকাণ্ডের জন্যও পুলিশ ওই হামলাকারীকে অভিযুক্ত করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার অসলোর আল-নূর ইসলামিক সেন্টার মসজিদে ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলাকারী মসজিদের ভেতরে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। হামলার সময় মসজিদের ভেতরে তিনজন ছিলেন। হামলার পর সন্দেহভাজন ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় পুলিশ বলছে, সন্দেহভাজন ওই হামলাকারী ‘একজন তরুণ শ্বেতাঙ্গ’।

মসজিদের পরিচালক ইরফান মুসতাক স্থানীয় টেলিভিশন টিভি২-কে বলেন, হামলাকারীর কাছে দুটি শটগান ছিল। এ ছাড়া তাঁর কাছে একটি পিস্তলও ছিল। একটি কাচের দরজা ভেঙে সে গুলি চালাতে থাকে।

চলতি বছর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর গুলিতে ৫১ জন নিহতের ঘটনার পর ওই মসজিদে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তা সত্ত্বেও মসজিদটি সন্ত্রাসী হামলার শিকার হলো।