বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে চলেছে: আতিউর

কলকাতার মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা এমসিসিআই আয়োজিত বিশেষ আলোচনা সভা। বাঁ দিক থেকে তৌফিক হাসান, বিশাল ঝাঝারিয়া,আতিউর রহমান, মাশায়কি টাগা, অধ্যাপক অরূপ চৌধুরী এবং চন্দ্রশেখর ঘোষ। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতার মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা এমসিসিআই আয়োজিত বিশেষ আলোচনা সভা। বাঁ দিক থেকে তৌফিক হাসান, বিশাল ঝাঝারিয়া,আতিউর রহমান, মাশায়কি টাগা, অধ্যাপক অরূপ চৌধুরী এবং চন্দ্রশেখর ঘোষ। ছবি: ভাস্কর মুখার্জি

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক আতিউর রহমান বলেছেন, বাংলাদেশের অর্থনীতি এখন দ্রুত এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা এখন বাস্তবে রূপ দিচ্ছে তাঁরই সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে। শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ সোনার বাংলা হচ্ছে, স্বনির্ভর হচ্ছে।

কলকাতার মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা এমসিসিআই আয়োজিত ‘ম্যাক্রো-ইকোনমিক ট্রান্সফরমেশন অ্যান্ড বিজনেস অপরচুনিটিস ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন আতিউর। আজ শনিবার বিকেলে কলকাতার এমসিসিআই মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।


আতিউর রহমান বলেন, বাংলাদেশে এখন দ্রুত শিল্পায়ন হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে বাধা কাটিয়ে বাংলাদেশ দিনে দিনে স্বাবলম্বী হচ্ছে। শিল্প উৎপাদনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের রপ্তানি বেড়েছে। গত বছরই বাংলাদেশ রপ্তানি করেছে ৩৬ দশমিক ৭ বিলিয়ন ডলারের পণ্য। রপ্তানি হয়েছে ওষুধ, সিরামিক, কৃষি ও চর্মজাত পণ্য।

আতিউর বলেন, বাংলাদেশের পণ্য আজ বিদেশে সমাদৃত হচ্ছে। এখন বাংলাদেশে খাদ্যসংকট নেই। মানুষ খেতে পারছে। উৎপাদন বেড়েছে কৃষি ও শিল্পক্ষেত্রে। বাংলাদেশ এগিয়ে চলেছে। এগিয়ে চলেছে কৃষি আর শিল্পসহ অর্থনৈতিক ক্ষেত্রে। বেড়েছে বৈদেশিক মুদ্রা তহবিল।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার তৌফিক হাসান। তিনি তাঁর আলোচনায় বাংলাদেশের সঙ্গে ভারতের যৌথ বাণিজ্যের ওপর জোর দেন। তৌফিক হাসান বলেন, বাংলাদেশ এখন দ্রুত শিল্পায়ন হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে চলেছে। কৃষি, অটোমোবাইলস, সিরামিক, আইসিটি, ফার্মাসিউটিক্যালস, পর্যটন ও টেক্সটাইল শিল্পক্ষেত্রে যৌথভাবে শিল্পায়নে জোর দিতে হবে।
এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন এমসিসিআইর সভাপতি বিশাল ঝাঝরিয়া। উপস্থিত ছিলেন কলকাতায় জাপানের কনসাল জেনারেল মাশায়াকি টাগা, ভারতের বন্ধন ব্যাংকের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ, অধ্যাপক অরূপ চৌধুরী প্রমুখ।