মাঝরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভবন, নিহত ২

মাঝরাতে হুড়মুড়িয়ে বহুতল ভবন ভেঙে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজ চলছে। শান্তিনগর, ভিওয়ান্দি, মুম্বাই, ভারত। ছবি: টুইটার
মাঝরাতে হুড়মুড়িয়ে বহুতল ভবন ভেঙে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজ চলছে। শান্তিনগর, ভিওয়ান্দি, মুম্বাই, ভারত। ছবি: টুইটার

মাঝরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি ভবন। মুম্বাইয়ের অদূরে ভিওয়ান্দিতে চারতলা ভবন ভেঙে পড়ার ঘটনায় দুজন নিহত হয়েছেন। অনেকেই ওই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন বলে মনে করছে পুলিশ ও উদ্ধারকর্মীরা।

মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই শহর থেকে ৪০ কিলোমিটার দূরের ভিওয়ান্দির শান্তিনগর এলাকায় গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া একটা নাগাদ ভবনটি আচমকাই হুড়মুড়িয়ে ধসে পড়ে। ফাটল দেখা দেওয়ার পর ভবনটিকে সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ১০ বছরের পুরোনো ‘অবৈধ’ ভবনে ফাটল দেখা দেওয়ার পরে গতকাল রাতেই ২২টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তবে কিছু লোক তাঁদের জিনিসপত্র সংগ্রহের জন্য ওই বহুতল ভবনের ভেতরে ঢুকে পড়েন। সরকারি কর্মকর্তা ও পুলিশ জানিয়েছেন, ভবনটি এরই মধ্যে ভেঙে পড়ায় তার ভেতরেই আটকা পড়ে যান তাঁরা। এতে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন সিরাজ আনোয়ার আনসারি (২৩) ও মোহাম্মদ আকিব আনসারি (২২)। ভবনটি ভেঙে পড়ার পর গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ভবনটি ভেঙে পড়ার পরেই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। ভবনটি ১০ বছরের পুরোনো। বেআইনিভাবে ভবনটি নির্মাণ করা হয়েছিল। ভিওয়ান্দি-নিজামপুর মিউনিসিপ্যাল করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বহুতল ভবনটি ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখা হবে।

দুর্ঘটনার পরে ভিওয়ান্দি-নিজামপুর পৌর করপোরেশনের কমিশনার অশোক রাংকম্ব বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় বহুতল ভবনটি আগে খালি করে দেওয়া হয়েছিল। তবে কিছু লোক বিনা অনুমতিতে ওই ভবনে ছিলেন।’